মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া নোয়াহাটি এলাকা থেকে পুলিশ একটি অটোরিক্সা থেকে ৩ কেজি গাঁজা সহ ২ মাদক পাচারকারীকে আটক করেছে। তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) শহীদ উল্লা পিপিএম জানান, গোপন সুত্রে খবর পেয়ে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার সময় ওই এলাকার একটি অটোরিক্সায় তল্লাশী চালিয়ে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় তেলিয়াপাড়া রেল স্টেশন এলাকার খোরশেদ আলীর ছেলে মনসুর (১৯) ও উত্তর সুরমা গ্রামের রজব আলীর ছেলে মিজান মিয়া(১৮) পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের ধাওয়া করে আটক করা হয়। এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা হয়েছে।