বিশেষ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার রিফাতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণী কক্ষের নীচ ধ্বসে যাওয়ায় শ্রেণী কক্ষে ফাঁটল এবং বারান্দার আশপাশ এলাকা থেকে বিষধর সাপ বেড় হয়ে আসছে। ফলে গত ৪ দিন যাবৎ খোলা আকাশের নীচে ক্লাশ চালিয়ে যাচ্ছেন শিক্ষকরা। ইতোমধ্যে প্রায় ১০টি বিষধর সাপ মেরেছে স্থানীয় লোকজন। এ অবস্থায় ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের মধ্যে আতংক বিরাজ করছে। এ ঘটনায় গ্রামবাসী ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার ভবিষ্যৎ জীবন চিন্তা করে অতিসত্ত্বর ঝুঁকিপূর্ণ শ্রেণী কক্ষের মেরামতসহ বিষধর সাপের বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য দাবী জানিয়েছেন। এলাকাবাসী জানান, ১৯২৮ইং সালে প্রতিষ্ঠিত রিফাতপুর সরকারী প্রাইমারী স্কুলে ১৯৯৭-১৯৯৮ অর্থ বছরে অফিস কক্ষসহ ৪ কক্ষ বিশিষ্ট স্কুল পূণঃনির্মিত হয়। গত ৬ মাস পুর্বে হঠাৎ করে স্কুলের শ্রেণী কক্ষের নীচের ফ্লোর ধ্বসে বড় বড় ফাঁটল দিয়ে গতের্র সৃষ্টি হয়। উক্ত শ্রেণী কক্ষের ভিতরে গর্তে বিষধর সাপ বাসা বাঁধে এবং এখান থেকে প্রতিদিন একাধিক বিষধর সাপ শ্রেণী কক্ষে যাতায়াত ও আনাগোনা করতে থাকায় ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে আতংক দেখা দিয়েছে। আরো অসংখ্য সাপ কক্ষের গর্ত গুলোতে অবস্থান করছে বলে গ্রামবাসী ও শিক্ষক মন্ডলী আশংকা করছেন। এমতাবস্থায় চরম আতংকের মধ্যে ছাত্র-ছাত্রীদের নিয়ে খোলা আকাশের নীচে পাঠদান করছেন শিক্ষক-শিক্ষিকারা। সাপের উপদ্রবে লেখাপড়ায় বিঘœ ঘটায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন ম্যানেজিং কমিটির সভাপতি অভিজিৎপাল সংগ্রাম, সদস্য আব্দুস শহীদ চৌধুরী, আব্দুল গফুর, দীপক পাল, কবির মিয়া সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে এক পরামর্শ সভার আয়োজন করা হয়। গতকাল সোমবার সকালে উক্ত পরামর্শ সভায় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মাহমুদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু সিদ্দীক, যুবদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা মজিদুল করিম মজিদ, প্রাক্তন মেম্বার ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হারুন মিয়া, বিশিষ্ট মুরুব্বী ইলিয়াছ মিয়া, রবীন্দ্র পাল, রসময় দাশ, রূপন দেবনাথ প্রমূখ। এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুর রাজ্জাকের সাথে যোগাযোগ করা হলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান। গ্রামবাসীর পক্ষে বিদ্যালয় ভবনের ফাটলগুলি মেরামত ও পুনঃসংস্কারের ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযত ব্যবস্থা গ্রহণের দাবী জানান উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মাহমুদ চৌধুরী।
Leave a Reply