October 4, 2024, 12:26 pm

নবীগঞ্জে ৪ দিন ব্যাপি ২১৭১ তম উজ্জ্বীবক প্রশিক্ষণ কোর্স সমাপ্ত

প্রেস বিজ্ঞপ্তি ॥ ‘আতœশক্তিতে বলিয়ান ব্যক্তি কখনও দরিদ্র থাকতে পারে না’ এই শ্লোগানকে সামনে রেখে নবীগঞ্জ উপজেলার ১০নং দেবপাড়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে গত ২৭ শে অক্টোবর থেকে শুরু হয়ে ৩০ অক্টোবর সমাপ্ত হয়েছে। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে ব্র্যাকের সহযোগিতায় ৪ দিন ব্যাপি ২১৭১ তম উজ্জ্বীবক প্রশিক্ষণ কোর্স। স্থানীয় সরকারকে শক্তিশালী করণ ও এম.ডি.জি লক্ষ্যমাত্রা অর্জন এ ইউনিয়ন পরিষদ এর কার্যকর ভূমিকা স্থায়ী কমিটি সচলীকরণ, উন্মুক্ত বাজেট প্রনয়ণ ও প্রকাশ, জনগনের অংশগ্রহনের মাধ্যমে জবাবদিহিতা নিশ্চিতকরণ এর মাধ্যমে প্রতিটি জনগন কে আত্মপ্রত্যয়ী, আত্মবিশ্বাসী ও আত্মশক্তিতে বলিয়ান হয়ে উঠার কৌশল শিখনের মধ্য দিয়ে এর সমাপনি দিবসে প্রধান অতিথি ছিলেন পুরুস্কার প্রাপ্ত ইউ.পি চেয়ারম্যান এডভোকেট মো: জাবিদ আলী। প্রশিক্ষণ শেষে ৩৬ জন প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরন করা হয়। সমাপনী বক্তব্যে দেশ ও জাতি গঠনে আগামী প্রজন্মের সুন্দর ভবিষ্যত গড়ার লক্ষ্যে দি হাঙ্গার প্রজেক্ট, বাংলাদেশ ও ব্র্যাকের এই যৌথ প্রয়াসকে স্বাগত জানান চেয়ারম্যান। তিনি আরো বলেন এই প্রকল্পের মাধ্যমে জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করার কৌশল। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা সমন্বয়কারী খান মুহা: মুজাহীদ ইবনে হাবীব, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম.এ আহমদ আজাদ, ইউনিয়ন সমন্বয়কারী শাহ্ গুল আহমেদ কাজল। সহায়ক হিসাবে উপস্থিত ছিলেন মো: হাছান আলী ও মো: জালাল উদ্দিন রুমি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.