সিলেট প্রতিনিধি ॥ সিলেট জেলার জৈন্তাপুরে মিছিল করে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে পাঁচ শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ। উপজেলা সদরে গতকাল শনিবার দুপুর ১২টায় রবিবারের হরতালের সমর্থনে একটি মিছিল বের করে ছাত্রশিবির। এ সময় তারা বিশৃঙ্খলার সৃষ্টি করলে পুলিশ পাঁচজনকে আটক করে। আটককৃতরা হলেন, জৈন্তাপুর উপজেলার দরবস্ত ছইয়া গ্রামের হারিছ উদ্দিনের ছেলে জুয়েল আহমদ, ভিত্তিখেলা পূর্বগ্রামের আবদুল মান্নানের ছেলে ছালিম জাহাঙ্গীর, কামটি গ্রামের আবদুল হান্নানের ছেলে শাহরিয়ার আলম, আমিরাবাদের আইয়ূব আলীর ছেলে আবদুল্লাহ আল-মামুন ও গৌরী গ্রামের মঈন উদ্দিনের ছেলে নোমান আহমদ। জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশীদ চৌধুরী জানান, শিবিরকর্মীরা মিছিল করে বিশৃঙ্খলার চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পাঁচজনকে আটক করা হয়। আটক সবাই ছাত্রশিবির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানান ওসি।