,

নবীগঞ্জে হরতালে নাশতকা এড়ানো ও আইন শৃঙ্খলা জোড়দার করার লক্ষ্যে বিজিবি’র টহল ও ভ্রাম্যমান আদালত পরিচালিত

নুরুল আমীন পাঠান ॥ জামায়াত ইসলামি ঘোষিত হরতালে নাশতকা এড়ানো ও আইন শৃঙ্খলা জোড়দার করার লক্ষ্যে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ল্্্ৎুফর রহমান এর সার্বিক তত্ত্বাবধানে বিজিবি ও নবীগঞ্জ থানা পুলিশ উপজেলার  গুরুত্বপূর্ন স্থান সমূহে টহল দিয়েছেন। গতকাল রবিবার দিনব্যাপি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ লুৎফর রহমান এর সার্বিক তত্ত্বাবধানে উপজেলার পানিউমদা, গোপলার বাজার, আউশকান্দি, সৈয়দপুর, ফরিদপুর, ইনাতগঞ্জ, কাজিগঞ্জ বাজার, ইমামবাড়ী বাজার সহ উপজেলার বিভিন্ন স্থানে টহল দেন। পরে নবীগঞ্জ বাজার এলাকার আইন শৃঙ্খলা উন্নতি ও বাজারকে যানজট ম্্ুক্ত করতে এক বিশেষ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজেস্ট্রিট মুহাম্মদ লুৎফর রহমান। এ সময় তাঁর সাথে ছিলেন হবিগঞ্জ সহকারী পুলিশ সুপার মোঃ নাজমুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আনোয়ার হোসেন, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ লিয়াকত আলী, সেকেন্ড অফিসার মোঃ শাহজাহান, এ.এস.আই পান্না লাল দে, এ.এস.আই মির্জা মাহমুদুল করিম, নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল গফুর চৌধুরী, সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ পৌর সভার প্যানেল মেয়র (২) রিজভী আহমেদ খালেদ, কাউন্সিলর ও সাংবাদিক এটি.এম সালাম, পৌর সচিব নূরে আলম সিদ্দিকী, অফিস সহকারী আব্দুল কায়ূমসহ একদল পুলিশ উপস্থিত ছিলেন। আব্দুল মতিন স্কয়ার মোড়ে মটর সাইকেল অবৈধ পার্কিং করার দায়ে দুই মোটর সাইকেল চালককে ১শত টাকা করে জরিমানা করা হয়।


     এই বিভাগের আরো খবর