,

ফয়জাবাদ চা বাগানে গভীর নলকূপ উদ্বোধন করলেন এম.পি কেয়া চৌধুরী

স্টাফ রিপোর্টার ॥ চা-শ্রমিকদের বিশুদ্ধ পানি সংকট নিরসনে ফয়জাবাদ চা বাগানে নতুন স্টাফ কোয়ার্টারে, গভীর নলকূপ স্থাপন কাজ উদ্বোধন করেছেন এম.পি কেয়া চৌধুরী। গতকাল রবিবার সকালে আনুষ্ঠানিকভাবে চা শ্রমিক সন্তান খোকন সাঁওতাল নামে এক দৃষ্টি প্রতিবন্ধি শিশুর  মাধ্যমে এম.পি কেয়া চৌধুরী এ কাজের উদ্বোধন করেন। এর পূর্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় হবিগঞ্জ-সিলেট জেলার দায়িত্বপ্রাপ্ত মহিলা এম.পি এডঃ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বলেছেন, চা-শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নয়নে জননেত্রী শেখ হাসিনা সরকার কাজ করছে। তিনি বলেন, বিশুদ্ধ পানি সংকট নিরসনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নলকূপের জন্য আবেদনের প্রেক্ষিতে আমাকে ৪০টি নলকূপ বরাদ্দ দেওয়া হয়। এসব নলকূপ বসানোর লক্ষ্য হল চা শ্রমিকদের বিশুদ্ধ পানির সমস্যা দূর করা। তিনি বলেন, চা শ্রমিকদের সন্তানরা লেখাপড়া করার জন্য ফয়জাদাবাদ ও রশিদপুরে দুইটি স্কুল বরাদ্দ নিয়ে এনেছি। এছাড়াও চা শ্রমিকদের নানা সমস্যায় আমি সব সময় তাদের পাশে থেকে কাজ করে যাব। এদিকে চা শ্রমিক নেতা ভরত সাঁওতাল বক্তৃতায় বলেন, আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না আজকের এ আনন্দের ক্ষণটি। আমাদের বিশুদ্ধ পানির তীব্র সংকট ছিল। ইতোপূর্বে বিভিন্ন সময় আমদের সুখ দুঃখ দেখার জন্য এমপি কেয়া চৌধুরী বাগান পরিদর্শন করে বিশুদ্ধ পানির সংকট নিরসনে আশ্বাস প্রদান করেছিলেন। আজ বাস্তবে এমপি কেয়া চৌধুরী নিজে এসে গভীর নলকূপ বসানোর কাজ উদ্বোধন করেছেন। এতে করে আমাদের চা শ্রমিকদের মাঝে আনন্দ বইছে। আমরা তাঁর (এমপি) প্রতি কৃতজ্ঞ। ভরত সাঁওতালের ন্যায় বক্তব্য রাখতে গিয়ে লাবনী মুন্ডা, নির্মল সাঁওতাল, মিতা কর্মকার, মহেশ চাষা, অর্জুন চাষাসহ অনান্য শ্রমিকরা তাদের বক্তব্যে গভীর নলকূপ পেয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে। প্রসঙ্গত বাহুবল নবীগঞ্জের চা বাগানসহ তার নিকটবর্তী এলাকার বিশুদ্ধ পানি নিরসনের জন্য এমপি কেয়া চৌধুরী প্রধানমন্ত্রীর কার্যালয়ে নলকূপের আবেদন করেন। এ প্রেক্ষিতে ৫টি গভীরসহ ৪০টি নলকূপ বরাদ্দ দেওয়া হয়। বরাদ্দ সাপেক্ষে ফয়জাবাদ, বালুছড়া, রামপুর, রশিদপুর, কামাইছড়া, আমতলি, বাদামটিলা, চিতলাছড়া, বৃন্দাবন, মধুপুর চা বাগানসহ বিভিন্ন স্থানে জনগণের বিশুদ্ধ পানির সংকট নিরসনে এসব নলকূপ বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এরই প্রেক্ষিতে ফয়জাবাদ চা বাগানের স্টাফ কোয়ার্টারে গভীর নলকূপ বসানোর কাজ উদ্বোধন করা হয়। পর্যায়ক্রমে অন্যন্য স্ধানেও দ্রুত নলকূপগুলো বসানো সম্পন্ন হবে বলে বাহুবল উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী এস.এম মারুফ ইমাম জানিয়েছেন। ফয়জাবাদে গভীর নলকূল উদ্বোধন কালে উপস্থিত ছিলেন, উপজেলা নিবার্হী কর্মকর্তা, নাজমুল হক, বাগান ব্যবস্থাপক আমজাদ হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি, শাহেদ চৌধুরী, সাধারণ সম্পাদক প্রভাষক আফতাব উদ্দীন, অমিরন দেবসহ আওয়ামীলীগের বিভিন্নস্তরের নেতৃবৃন্দ।


     এই বিভাগের আরো খবর