বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং থানা পুলিশ অভিযান চালিয়ে স্ত্রীর দায়েরকৃত মামলায় সাজাপ্রাপ্ত এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে বানিয়াচং থানা পুলিশ। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় অফিসার ইনচার্জ মোঃ লিয়াকত আলী’র নেতৃত্বে এএসআই আব্দুল ছালামসহ একদল পুলিশ সদরের বড়বাজার এলাকায় অভিযান চালিয়ে স্ত্রীর দায়েরকৃত নারী নির্যাতন মামলার পলাতক ১ বছরের সাজাপ্রাপ্ত আসামী সাগরদিঘী পূর্বপাড় এলাকার দরবেশ মিয়ার ছেলে আব্দুল শহিদ (৪০) কে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা যায়, ২০১১ সালে আব্দুল শহিদ এর স্ত্রী নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করে। ঐ মামলায় বিজ্ঞ আদালত স্বামী আব্দুল শহিদকে ১বছর ১ মাস সাজা প্রদান করেন। সাজা হওয়ারন পর থেকেই সে দীর্ঘদিন যাবৎ পলাতক ছিল।