,

আগামী মাসে আবারো বিবিয়ানা পাওয়ার প্লান্ট উদ্বোধন সর্বত্র সাজ সাজ রব ॥ নিরাপত্তার চাদরে ঢাকা বিবিয়ানা

এমএ আহমদ আজাদ, নবীগঞ্জ (হবিগঞ্জ) ॥ নবীগঞ্জে এখন সাজ সাজ রব। সর্বত্র বিরাজ করছে আনন্দের আমেজ। প্রস্তুতি চলছে প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষ্যে। গতকাল সন্ধ্যায় হবিগঞ্জ জেলা প্রশাসক জয়নাল আবেদীন সংবাদ সম্মেলনে বলেছেন বিবিয়ানা গ্যাস ফিল্ডের সম্প্রসারন সেন্টার এবং বিবিয়ানা ধনুয়া গ্যাস পাইপ লাইন উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বিবিয়ানায় সাজ সাজ রব বিরাজ করছে। প্রধানমন্ত্রী নবীগঞ্জের বিবিয়ানা বিদ্যুৎ প্রকল্প-২ প্রস্তুত না থাকায় আগামী মাসে আবারো প্রধানমন্ত্রী আসবেন। তিনি তখন বিবিয়ানা পাওয়ার প্লান্ট উদ্বোধন করবেন এটা নবীগঞ্জবাসীর জন্য সুখবর। বিবিয়ানার সফলতার ফলে শেরপুর এলাকায় অর্থনৈতিক জোন হবে তার সাথে আউশকান্দি এলাকাকে সংযুক্ত করার জন্য স্থানীয় সংসদ সদস্য এম.এ মুনিম চৌধুরী বাবু এম.পি প্রধানমন্ত্রীর নিকট প্রস্থাব করেছেন। সিলেটের রাজধানী হবে নবীগঞ্জ। বাংলাদেশের মানুষ সিলেটের চেয়ে নবীগঞ্জকে বেশি চিনতে পারবে। তিনি আরো বলেন আগামীকাল (আজ) প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে বিবিয়ানা গ্যাস ফিল্ড থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিবিয়ানা পাওয়ার প্লান্টের ভিত্তি প্রস্থর উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী ১৪ বছর পর হবিগঞ্জ আসলেও বিবিয়ানার কারনে একমাসের মধ্যে দুইবার আসা হবে। তিনি ঢাকা-সিলেট মহাসড়ক সংযুক্ত সড়ক এর উদ্বোধন করবেন। তিনি বলেন ইতিমধ্যে নবীগঞ্জ উপজেলার বিবিয়ানা গ্যাসকুপ সংলগ্ন কুশিয়ারা নদী ঘেষা আউশকান্দি ইউনিয়নের পারকুল-বনগাঁও এলাকায় ১১ একর ভূমির উপর ২০১৩ইং সনের প্রথম দিকে বিবিয়ানা বিদ্যুৎ প্রকল্পের কাজ শুরু হয়। ইতিমধ্যে বিবিয়ানা গ্যাস প্লান্ট থেকে বিবিয়ানা বিদ্যুৎ প্লান্ট পর্যন্ত ১০ কিলোমিটার পাইপ লাইন স্থাপনের কাজ প্রায় শেষ পর্যায়ে। এটা আগামী মাসে প্রধানমন্ত্রী উদ্বোধন করলে গ্যাস টারবাইন বিবিয়ানা বিদ্যুৎ প্রকল্প-২ থেকে প্রতিদিন ৩৪১ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। এ জন্য প্রতিদিন বিবিয়ানা গ্যাসকুপ থেকে ৬০ মিলিয়ন ঘনফুট গ্যাসের ব্যবহার হবে। তিনি আরো বলেন বিবিয়ানায় গ্যাস সম্প্রসারণ সেন্টার উদ্ভোধন করার ফলে দেশে শতকরা ৭৫ ভাগ জ্বালানী সংকট দুর হবে। সম্প্রসারন সেন্টার উদ্বোধনের ফলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বৃদ্ধি পাবে ৪৮%। তিনি বলেন প্রধানমন্ত্রী একই সময়ে বিবিয়ানা বিদ্যুৎ প্ল্যান্ট দক্ষিণ (৩৮৩ মেঘাওয়াট) ও বিদ্যুৎ প্ল্যান্ট-২ (৩৪১ মেঘাওয়াট) এর দু‘টি প্রকল্প’র ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলে জানান। প্রধানমন্ত্রী নতুন সম্প্রসারন সেন্টার উদ্বোধন করার পর দেশের গ্যাস সংকটের শতকরা ৭৫% দূর হবে। সকাল ১০টায় প্রধানমন্ত্রী হেলিকপ্টার যোগে বিবিয়ানায় অবতরণ করবেন। এর আগে তিনি হেলিকপ্টার যোগে বিবিয়ানা পাওয়ার প্লান্ট পরিদর্শন করবেন। তিনি আরো বলেন বিবিয়ানা গ্যাস ফিল্ডের সুশিল সমাজের ৩শ জনের সাথে এক মতবিনিময় সভায় বক্তব্য রাখবেন। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিবিয়ানা গ্যাস ফিল্ড এলাকায় তিনটি হেলিপ্যাড তৈরী করা হয়েছে। নবীগঞ্জে বিভিন্ন স্থানে ও ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন স্থানে ব্যানার, ফ্যাস্টুন ও শত শত ত্বোড়ন নির্মান করা হয়েছে। বিবিয়ানা গ্যাস ফিল্ড ও বিবিয়ানা পাওয়ার প্লান্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে। ২৯ নভেম্বর শনিবার সকাল ১০ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনটি হেলিকপ্টার যোগে তাঁর সফর সঙ্গীদের নিয়ে বিবিয়ানা গ্যাস ফিল্ডের দক্ষিণে অবস্থিত অস্থায়ী হেলিপ্যাডে অবতরণ করবেন। গতকাল স্থানীয় সাংবাদিকদের সাথে নিয়ে প্রধানমন্ত্রীর পিজিআর সদস্য ও এসএসএফ এর লোকজন হেলিপ্যাডগুলি পরিদর্শন করেন। এরপর বিবিয়ানা গ্যাস ফিল্ডের সুশিল সমাজের সাথে এক মতবিনিময় সভায় বক্তব্য রাখবেন। ঐ মতবিনিময় সভায় সভাপতিত্ব করবেন খনিজ, জ্বালানী ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। এছাড়া অতিথি হিসেবে বক্তব্য রাখবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, জ্বালানী ও খনিজ সম্পদ উপদেষ্টা তৌফিক এলাহী চৌধুরী, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতি তাজুল ইসলাম এমপি, হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য এম.এ মুনিম চৌধুরী বাবু, জ্বালানী খনিজ সম্পদ ও বিদ্যুৎ সচিব আবু বকর সিদ্দিক, সহ অন্যান্য নেতৃবর্গ। সুধী সমাবেশ শেষে শনিবার দুপুরে হবিগঞ্জের নিউ ফিল্ড মাঠে এক জনসভায় ভাষন দেবেন।


     এই বিভাগের আরো খবর