October 4, 2024, 9:27 am

শায়েস্তাগঞ্জে ৩ ট্রাক্টর আটক করেছে পুলিশ নিষিদ্ধের পরও মহাসড়কে বেপরোয়া চলাচল করায়

সৈয়দ আখলাক উদ্দিন মনসুর শায়েস্থাগঞ্জ থেকে ॥ নিষিদ্ধ থাকার পরও ঢাকা-সিলেট মহাসড়কে বেপরোয়া ভাবে চলাচল করায় শায়েস্তাগঞ্জে ৩ ট্রাক্টর আটক করেছে থানা পুলিশ। জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনা রোধে ১লা ডিসেম্বর থেকে ট্রাক্টর চলাচল বন্ধ করার ঘোষনা দিয়েছে প্রশাসন। মহাসড়কে ট্রাক্টর চলাচলের কারণে আস্বাভাবিক ভাবে দুর্ঘটনা বৃদ্ধি পেয়েছে। এ ব্যাপারে গত ২৪ নভেম্বর আইন শৃংখলা কমিটির সভায় উদ্বেগ প্রকাশ করে এ সিদ্ধান্ত নেয় হবিগঞ্জের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র। সংবাদ পত্রে প্রদত্ত এক বিবৃতিতে এ তথ্য জানিয়ে বিভিন্ন স্থানীয় ও জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। বিবৃতিতে বলা হয় ১লা ডিসেম্বর থেকে মহাসড়কে জেলার সকল সড়কে পুলিশের বিশেষ অভিযান শুরু হবে। এ সিদ্ধান্ত অমান্য করে যারা পাওয়ার ট্রলি, ট্রাক্টর চালাবে তাদের বিরোদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। একই সাথে ট্রাক্টর গুলো জব্দ করা হবে। এ ব্যাপারে কাহারো তদবির চলবে না। ১লা ডিসেম্বর থেকে মহাসড়কে ট্রাক্টর চলাচল নিষিদ্ধ। কিন্তু স্থানীয় ও জাতীয় বিভিন্ন সংবাদ পত্রে প্রকাশ করলে ও অসাধু কিছু ট্রাক্টর মালিক ও চালকরা ঢাকা-সিলেট মহাসড়ক সহ জেলাল বিভিন্ন স্থান দিয়ে চলাচল করায় গতকাল সোমবার শায়েস্তাগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইয়াছিনুল হক এর নেতুত্বে একদল পুলিশ নিয়ে শায়েস্তাগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক থেকে ১টি ট্রাক্টর, ২টি ইট বোঝাই ও মাল বোঝাই পাওয়ার ট্রলি ট্রাক্টর আটক করে। এসব ট্রাক্টর থানায় আটক রাখার পর রাজনৈতিক প্রভাবশালী নেতাদের দ্বারে দৌড়ঝাপ করছে ট্রাক্টর মালিক ও চালকরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.