,

বাহুবলে বাল্য বিয়ের অভিযোগ

বাহুবল প্রতিনিধি ॥ জে.ডি.সি পরীক্ষা শেষ হতে না হতেই বিয়ের পিড়িতে বসতে হচ্ছে বাহুবলের সরিফা কে। জানা যায়, আজ (বুধবার) বাহুবল উপজেলার স্নানঘাট ইউনিয়নের অমৃতা গ্রামের মজিদ খানের কিশোরী কন্যা সদ্য সমাপ্ত জেডিসি পরীক্ষার্থী মোছাঃ সরিফা বেগম (১৪) এর সাথে একই গ্রামের নুরুল খা’র পুত্র মুহিবুর রহমানের বিবাহ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সরিফা বেগম বাহুবলের হযরত শাহ জালাল (র:) আলিম মাদ্রাসা থেকে এ বছর জেডিসি পরীক্ষায় অংশ গ্রহন করে।


     এই বিভাগের আরো খবর