,

ওসমানীনগরে হাজী আব্দু মিয়া কলেজের ভিত্তিপ্রস্থর স্থাপন শিক্ষার উন্নয়নে প্রবাসীসহ সকলকে এগিয়ে আসতে হবে অর্থমন্ত্রী

রাকিল হোসেন, ওসমানীনগর থেকে ফিরে ॥ অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন- আজকের শিক্ষার্থীরা আগামী দিনের দেশের উন্নয়নের মূল চাবিকাঠি। জীবনের সকল চাওয়া পাওয়ার সমন্বয় ঘটাতে পারে শিক্ষা। শিক্ষা মানুষকে সামগ্রিক ও উন্নত গুণাবলী সম্পন্ন ব্যক্তিত্বে পরিণত করে। দেশের বেশির ভাগ মেধাবী ছাত্র/ছাত্রীরা অর্থনৈতিক ও বিভিন্ন সমস্যার কারনে উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত হয়। শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করে না তুলতে পরলে আমাদের দেশকে উন্নত দেশে পরিণত করা সম্ভব নয়। নতুন প্রজন্মকে শিক্ষিত করে তুলতে সরকারের পাশাপাশি প্রবাসীসহ সকলকে এগিয়ে আসতে হবে। তাহলে দেশ ও জাতির উন্নয়ন সাধিত হবে। গতকাল বুধবার বিকেলে ওসমানীনগরের মোল্লাপাড়া আব্দু মিয়া কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নবনির্মিত কলেজ বাস্তবায়ন কমিটির সভাপতি প্রবাসী সুরত মিয়ার সভাপতিত্বে ও ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলুর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী। প্রধান বক্তা শফিক চৌধুরী বলেন- আওয়ামী লীগ সরকার শিক্ষার উন্নয়নে অত্যন্ত আন্তরিক। গত ৬ বছরে শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তন এবং উন্নয়ন সাধিত হয়েছে। দেশের প্রত্যন্ত অঞ্চলে আধুনিক শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। প্রবাসীরাও দেশের শিক্ষার উন্নয়নে নিজেদের নিয়োজিত করছেন। যার ফলশ্র“তিতে প্রবাসী সুরত মিয়ার পরিবারের অর্থায়নে এই এলাকায় আব্দু মিয়া কলেজ স্থাপিত হচ্ছে। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান, সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এ.কে.এম. গোলাম কিবরিয়া তফাদার, সিলেটের পুলিশ সুপার নুরে আলম মিনা, বালাগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দাল মিয়া, শাহজালাল সিটি কলেজের প্রতিষ্ঠাতা এনামুল হক সরদার, জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সৈয়দ এপতার হোসেন পিয়ার, উপ-দপ্তর সম্পাদক জগলু চৌধুরী, উমরপুর ইউ.পি চেয়ারম্যান ফারুক মিয়া, সিলেট ক্যামব্রিয়ান কলেজের অধ্যক্ষ অধ্যাপক মাহমুদ মিয়া। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি কবির উদ্দিন আহমদ, বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনহার মিয়া, ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দাল মিয়া, আওয়ামীলীগ নেতা সৈয়দ নেছাওর আলী, ফেরদৌস খান, মহানগর যুবলীগের আহবায়ক আলম খান মুক্তি, শামছুল ইসলাম মিলন, সিলেট জেলা তরুনলীগের সদস্য আব্দুর রহিম প্রমুখ।


     এই বিভাগের আরো খবর