,

মাধবপুরে এসএসসি পরীক্ষার্থী ছাত্রী তাইফা’র আত্মহত্যা

মাধবপুর প্রতিনিধি ॥ এসএসসি পরীক্ষার ফরম পূরণ করতে না পারায় মাধবপুরে এক ছাত্রী আতœহনন করেছে। গতকাল সকালে উপজেলার নয়াপাড়া চা-বাগানের খ্রিষ্টান ধর্মালম্বী অনিল পার্থ’র কিশোরী কন্যা তাইফা পার্থ (১৫) নিজ ঘরের তীরের সঙ্গে গলায় ওড়না পেছিয়ে আত্মহত্যা করে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায়- সৈয়দ সঈদ উদ্দিন স্কুল এন্ড কলেজের ছাত্রী টেষ্টপরীক্ষায় অংশ গ্রহন করে ৪ বিষয়ে অকৃতকার্য হয়। তাহার ফলাফল খারাপ হওয়ায় সহপাঠীদের সাথে এসএসসি পরীক্ষার জন্য ফরম পূরন করতে না পারায় ক্ষোভে ঘরের তীরের সঙ্গে ফাঁস দেয়। ঝুলন্ত অবস্থা থেকে তার পিতা তাকে উদ্ধার করে বাগানের স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


     এই বিভাগের আরো খবর