October 4, 2024, 10:52 am

গৃহবধূকে হত্যার পর লাশ আগুনে পুড়ানোর মামলায় নবীগঞ্জে রেফা হত্যা মামলায় তিন আসামীর রিমান্ড মঞ্জুর

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে গৃহবধূ রেফাকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ পুড়িয়ে দেয়ার ঘটনায় গ্রেফতারকৃত তিনজনকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। নিহতের ভাইয়ের দায়েরকৃত মামলার তদন্তকারী এস.আই আরিফুল ইসলামের আবেদনে আদালত এ আদেশ দেন। গত ২১ নভেম্বর ভোর রাতে উপজেলার পানিউমদা ইউনিয়নের খাগাউড়া গ্রামে রেফা বেগম নামে ওই গৃহবধূকে হত্যার পর লাশ আগুনে পুড়িয়ে দেয়া হয়। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ নিহতের স্বামী রায়হান, তার সৎ মা আছিয়া, সৎ ভাই আছাদ ও সৎ বোন হেলেনাকে গ্রেফতার করে। ইতোমধ্যে আদালতে ১৬৪ ধারায় দেয়া জবানবন্দীতে নিহতের স্বামী রায়হান হত্যাকান্ডের দায় স্বীকার করেছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার খাগাউড়া গ্রামের বাবুর্চি লোকমান মিয়ার ছেলে রায়হান মিয়া (২৫) এর সাথে তারই চাচাতো বোন গেদন মিয়ার কন্যা রেফা বেগম (২০) এর প্রায় ৪ বছর পূর্বে বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসার আলোকিত করে ১ পুত্র সন্তানের জন্ম হয়। আরমান মিয়া নামে ওই পুত্র সন্তানের বয়স বর্তমানে ২ বছর। প্রায় বছরখানেক ধরে বিভিন্ন বিষয়য়াদি নিয়ে রায়হান ও রেফা’র মাঝে পারিবারিক কলহ চলছিল। এ নিয়ে তাদের মাঝে প্রায়ই ঝগড়াঝাটিও হতো। সৎ মা আছিয়া, সৎ ভাই আছাদ ও সৎ বোন হেলেনার প্ররোচনায় গত ২১ নভেম্বর ভোর রাতে রায়হান তার স্ত্রী রেফা বেগমকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ আগুনে পুড়িয়ে দেয়। পরে জনতার সহায়তায় পুলিশ ঘাতক স্বামী রায়হান (২৫), রায়হানের সৎ মা আছিয়া বেগম (৫৫), সৎ ভাই আছাদ মিয়া (৩০) ও সৎ বোন হেলেনা বেগম (২৬)কে আটক করে। জিজ্ঞাসাবাদে নিহতের স্বামী রায়হান হত্যাকান্ডের দায় স্বীকার করলে তাকে আদালতে জবানবন্দী গ্রহণের জন্য প্রেরণ করা হয়। অন্যদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। তদন্তের স্বার্থে মামলার তদন্ত কর্মকর্তা এস.আই আরিফুল ইসলাম আছিয়া, আছাদ ও হেলেনাকে রিমান্ডে পাওয়ার আবেদন করেন। আদালত শুনানীর পর প্রত্যেককে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ ব্যাপারে এস.আই আরিফুল ইসলাম রিমান্ড মঞ্জুর হয়েছে বলে এ প্রতিনিধিকে জানান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.