জসীম তালুকদার ॥ নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের দিনারপুর স্কুলের ৬ষ্ট শ্রেণী পড়ুয়া ছাত্রী পরীক্ষার্থী সিরিফা বেগমের সাথে ইভটিজিংয়ের (২য় পৃষ্ঠায় দেখুন) অভিযোগে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্টিট মুহাম্মদ লুৎফর রহমান আনোয়ার মিয়া (২৮) নামের এক বখাটে যুবককে ৬ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করেছেন। এসময় তার সাথে ছিলেন, গোপলার বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আরিফ উল্লাহ, নবীগঞ্জ থানার এস.আই আব্দুল করিম, সেনেটারী ইন্সপেক্টর মোঃ নুরে আলম প্রমূখ। জানা যায়, গতকাল বৃহস্পতিবার দুপুরে দিনারপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ট শ্রেণী পড়ুয়া ছাত্রী সরিফা বেগম বার্ষিক পরীক্ষা শেষে গ্রামের বাড়ী গজনাইপুরে শতকে ফিরছিল। পথিমধ্যে ইউপি কার্যালয়ের সামনে পৌছলে একই গ্রামের বখাটে যুবক ১ সন্তানের জনক আনোয়ার মিয়া তাকে পথরোধ করে ইভটিজিং করে। মেয়েটি দৌড়ে ইউনিয়ন পরিষদে পৌছে বিষয়টি জানালে উত্তেজিত জনতা তাকে আটক করে দিনারপুর স্কুলে নিয়ে যায়। সেখানে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রিট নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ লুৎফর রহমান এর আদালতে বখাটে আনোয়ার তার কৃত কর্মের স্বীকারোক্তি দিলে উপরোক্ত রায় প্রদান করেন। আনোয়ার মিয়াকে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ হবিগঞ্জ জেল হাজতে পাঠিয়েছে।