October 4, 2024, 11:08 am

নবীগঞ্জ-হবিগঞ্জ রোডে গাছ ফেলে ডাকাতি নগদ টাকা ও মোবাইল সেট লুট

আহছানুজ্জামান মান্না ॥ নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কের মান্দারকান্দি নামক স্থানে ৪/৫ জনের একদল দুবৃত্ত গাছ ফেলে সিএনজি অটোরিক্সা আটক করে নগদ সাড়ে ১৩ হাজার টাকা ও ২টি দামী মোবাইল সেট লুট করে নিয়ে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে ছোরাসহ দু’যুবককে গ্রেফতার করেছে। পুলিশ ও ডাকাতির ঘটনায় আক্রান্ত সিএনজি চালকরা জানায়, গত বৃহস্পতিবার দিবাগত রাত অনুমান ২টার দিকে নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কের কালিয়ারভাঙ্গা ইউনিয়নের মান্দারকান্দি খেলার মাঠের সামনে উল্লেখিত সময়ে ৪/৫ জনের একদল দূবৃর্ত্ত সড়কে গাছ ফেলে সিএনজি অটোরিক্সা (হবিগঞ্জ থ-১১-৪৯২৮) এর চালক সাইফুর রহমানকে আটক ও মারপিট করে একটি মোবাইল ফোন, নগদ ৫শত টাকা ও পরে নবীগঞ্জ হবিগঞ্জ সড়কের সিএনজি স্ট্যান্ডের ম্যানাজার পশ্চিম তিমিরপুর গ্রামের মোস্তাফা আহমদের (হবিগঞ্জ থ-১১-১৭৩৮) সিএনজি অটোরিক্সা আটক ও মারপিট করে নগদ ১৩ হাজার ও একটি মোবাইল ফোন লুটে নেয় দুর্বৃত্তরা। ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানার এস.আই আশিকুর রহমান এর নেতৃত্বে ওই এলাকার আশপাশ থেকে অভিযান চালিয়ে মাধবপুর থানার উত্তর ভরক গ্রামের আব্দুল আওয়ালের পুত্র এনামূল ইসলাম (২৩) ও নবীগঞ্জের মান্দারকান্দি গ্রামের মোশাহিদ মিয়ার পুত্র শিপু মিয়া (২৪) কে ধারালো একটি ছোরা সহ আটক করে। এদের গ্রেফতারের খবরে নবীগঞ্জ থানায় উপস্থিত হন, ডাকাতির শিকার সিএনজি চালক সাইফুর রহমান সহ সিএনজি শ্রমিক নেতারা। এসময় সাইফুর ধৃত ব্যক্তিরা ডাকাতির সাথে জড়িত ছিল বলে সনাক্ত করে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.