মোঃ মহিবুল ইসলাম (মুহিব) ॥ চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ অমূল্য কুমার চৌধুরীকে অত্যন্ত দতা ও নিষ্টার সাথে দায়িত্ব পালন করায় হবিগঞ্জ জেলায় শ্রেষ্ট ওসি ঘোষণা করা হয়েছে। এসময় সততা ও নিষ্টার সাথে দায়িত্ব পালন করায় চুনারুঘাট থানার এস, আইদের মধ্যে আবু আব্দুল্লাহ জাহিদ প্রথম স্থান অধিকার করেন দ্বিতীয় স্থান অধিকার করেন চুনারুঘাট থানার এস.আই হারুনুর রশীদ। এ.এস.আই গণের মধ্যে চুনারুঘাট থানার এ.এস.আই কবির উদ্দিন এবং দ্বিতীয় স্থান অর্জন করেন এ.এস.আই আলমাছ মিয়া। হবিগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এ পুরস্কার প্রদান করেন হবিগঞ্জ জেলা পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র। এ সময় তিনি বলেন প্রত্যেক পুলিশ সদস্যকে সততা ও নিষ্টার সাথে দায়িত্ব পালন করার আহব্বান জানান। হবিগঞ্জ জেলার শ্রেষ্ট ওসি’র পুরস্কার গ্রহণ করে অমূল্য কুমার চৌধুরী বলেন আমি এবং আমার অফিসারা সকলের নিকট দোয়া প্রার্থী। সকলের সহযোগীতা পেলে চুনারুঘাট থানাকে একটি শান্তিপ্রিয় থানা হিসাবে প্রতিষ্ঠা করতে চাই।