স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে কবির মিয়া (৪০) নামে এক ঘর জামাইয়ের রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে শ্বশুর বাড়ির দাবী সে বিষপানে আত্মহত্যা করেছে। এ নিয়ে ধুম্রজাল শুরু হয়েছে। চলছে নানা গুঞ্জন। জানা যায়, বিবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার প্রথমা গ্রামের কবির মিয়া ৫ বছর পূর্বে বিয়ে ভালবেসে বিয়ে করে মাধবপুর উপজেলার পহেলা বাড়ি গোবিন্দপুর গ্রামের নুর আহাম্মদ কন্যা ইয়াসমিন আক্তার (৩০) কে। বিয়ের পর কবির মিয়া তার শ্বশুর বাড়িতে ঘর জামাই হিসেবে বসবাস শুরু করে। তাদের কোলজুড়ে ৩টি সন্তান জন্ম গ্রহণ করে। সম্প্রতি কবির মিয়া তার গ্রামের বাড়ি বিক্রি করে শ্বশুরকে ওমান যাওয়ার জন্য আড়াই লাখ টাকা দেয়। কিন্তু তাকে বিদেশ না পাঠিয়ে প্রতারণার মাধ্যমে শ্বশুর নুর আহাম্মদ আত্মসাত করে। এ নিয়ে শ্বশুরের সাথে বাকবিতন্ডা হয়। গত শনিবার দুপুরে শ্বশুরবাড়িতে বিষাক্রান্ত অবস্থায় কবির কে পড়ে থাকতে দেখে লোকজন উদ্ধার করে বিবাড়িয়া সদর হাসপাতালে পরে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পথে ভৈরব নামকস্থানে সে মারা যায়। পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য রবিবার সকালে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে। ঘটনার পর থেকে স্ত্রী লাশের পাশে থাকলেও শ্বশুর শ্বাশুরিসহ অন্যরা আত্মগোপন করেছে।
Leave a Reply