প্রেস বিজ্ঞপ্তি ॥ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড শায়েস্তাগঞ্জ শাখার পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবারো অসংখ্য অসহায় দুঃস্থ নারী, পুরুষ, শিশু, কিশোর, যুবক, যুবতি, প্রতিবন্ধি ও বিভিন্ন স্কুল-কলেজ, মাদ্রাসার সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের মাঝে ৩৫০ টি কম্বল, চাদর, ও সোয়েটার বিতরণ করা হয়েছে। জানা যায়, গতকাল ২৮ ডিসেম্বর রোববার দুপুরে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ শায়েস্তাগঞ্জ শাখার ব্যবস্থাপক মোঃ এনামুর রহমান এর সভাপতিত্বে ও ম্যানেজার অপারেশন কাজী মোঃ শাহজালাল এর পরিচালনায় উক্ত ব্যাংকে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ ইউপির চেয়ারম্যান আলী আহম্মদ খাঁন। বিশেষ অতিথি ছিলেন পৌর কাউন্সিলর আ.স.ম.আফজল আলী, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুর রকিব, অর্থ সম্পাদক সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্দুল ওয়াহেদ, মোঃ গাজীউর রহমান এমরান। এসময় উক্ত ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত থেকে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছেন প্রধান অতিথি সহ বিশেষ অতিথিবৃন্দ।
Leave a Reply