চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার পাঁচগাতিয়া গ্রামে পাওয়ার টিলার চালিত ট্রলির ধাক্কায় ঘটনাস্থলেই এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল বিকাল ৩টার দিকে উপজেলার রানীগাঁও ইউনিয়নের পাঁচগাতিয়া গ্রামের রাস্তায় দূর্ঘটনাটি ঘটে। জানা যায়, বালু বোঝাই ট্রলিটি রানীগাঁও বাজার থেকে পাঁচগাতিয়া যাওয়ার পথে পথচারী শাকিল (১৫) কে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দূর্ঘটনায় নিহত শাকিল পাঁচগাতিয়া গ্রামের নূর হোসেনের পুত্র এবং মাসুদ চৌধুরী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ছাত্র। দূর্ঘটনার পরপরই ট্রলির চালকও হেল্পার পালিয়ে যায়। এ ব্যাপারে মালিক সিরাজ মিয়ার সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। চুনারুঘাট থানা পুলিশ অনতিবিলম্বে ঘটনাস্থলে পৌঁছে শাকিলের মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। চুনারুঘাট থানার এস.আই আঃ মালিকের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে এবং ট্রলিটি স্থানীয় মুরুব্বীদের জিম্মায় দেয়া হয়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলেও জানা যায়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত শাকিলের মৃতদেহ চুনারুঘাট থানা পুলিশের হেফাজতে রয়েছে।
Leave a Reply