মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার বিকালে আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্টিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র হিরেন্দ্র লাল সাহা, জেলা আনসার ভিডিবি কর্মকর্তা মাহবুব মিয়া, থানার অফিসার ইনচার্জ আব্দুল বাছেদ, শ্রীমঙ্গল রেলওয়ে থানার অফিসার ইনচার্জ ইখতিয়ার আহম্মদ, চেয়ারম্যান সৈয়দ মোঃ আলমগীর, সাহাবউদ্দিন, সামসুল ইসলাম কামাল, শফিকুল ইসলাম, আলাউদ্দিন, মীর খুরশেদ আলম, খাইরুল হোসাইন মনু, সামসুল ইসলাম মামুন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক সুকোমল রায়, প্রেস ক্লাবের সভাপতি আলাউদ্দিন আল রনি, জাপা সভাপতি কদর আলী মোল্লা, সাধারন সম্পাদক আক্তার হোসেন মনির, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক জীবন কৃষ্ণ বণিক, উপজেলা আনসার ভিডিবি কর্মকর্তা আব্দুল হেকিম প্রমূখ। সভায় উপজেলার আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে আইন-শৃঙ্খলা বাহিনীর পাশা-পাশি জনপ্রতিনিধি, সুশীল সমাজ, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সকলে সম্মিলিত প্রয়াস ও সতর্ক দৃষ্টি রাখার সিদ্ধান্ত নেয়া হয়।