শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি (হবিগঞ্জ সদর-লাখাই) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন লেখাপড়ার পাশাপাশি ছাত্রছাত্রীদের কে খেলাধুলায় মনোনিবেশ করতে হবে। খেলাধুলা করলে শরীর থেকে রোগ নির্মুল হয়। ভাল করে পড়ালেখা করে দেশের নাম বিশ্বের দরবারে উজ্জল করতে হবে। বর্তমান সরকার শিক্ষাখাতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। নতুন বই উপভিত্তি ও বেতন মওকুফ এর মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়ালেখা করার উৎসাহ যোগাচ্ছে সরকার। তিনি গতকাল শনিবার সকালে শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরো বলেন শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়সহ প্রায় সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানেই নতুন ভবন নির্মানসহ বিভিন্ন উন্নয়ন মুলক কাজ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয় ও বালিকা উচ্চ বিদ্যালয়কে কলেজে উন্নীত করব। আমি নির্বাচিত হয়ে ৫টি কলেজ প্রতিষ্ঠা করেছি। হবিগঞ্জবাসীর দীর্ঘ দিনের দাবী মেডিকেল কলেজের অনুমোদন নিয়ে এসেছি। শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজে ৪টি বিষয়ে অনার্স কোর্স চালু করেছি। এবং আপনাদের প্রাণের দাবী উপজেলা ঘোষনা এখন সময়ের ব্যাপার। দেশে ব্যাপক উন্নয়নের ধারা বাধাগ্রস্ত করতে বিএনপি জামায়াত অহেতুক কারনে নাশকতা করছে। মানুষ মেরে রাজনীতি করা যায় না। ক্ষমতায় যেতে হলে জনগনের সমর্থন প্রয়োজন যা বিএনপি জামায়েতের নেই। সরকার নাশকতাকারীদের বিন্দুমাত্রও ছাড় দিবেনা। খলিলুর রহমানের সভাপতিত্বে ও গিয়াস উদ্দিনের পরিচালনায় অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবাল, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য রাহেল মিয়া সরদার, শামছুল হক, শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিনুল হক, শাহানা বেগম। বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহিবুর রহমান, শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক কামরুজ্জামান আল রিয়াদ, শায়েস্তাগঞ্জ পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল সরদার, সিনিয়র শিক্ষক ফজলুল হক, মাওলানা আঃ কাদির, আশিকুর রহমান, শিউলি আক্তার প্রমুখ।