October 4, 2024, 12:28 pm

এক স্বামীকে নিয়ে দুই স্ত্রীর চুলোচুলি মোহনপুরে স্বামীকে আটক করে পুলিশে দিয়েছে জনতা

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ শহরে এক স্বামীকে নিয়ে ২ স্ত্রীর জোর জবরদস্তির কারণে সংসারের বদলে ঠাই হয়েছে শ্রীঘরে। গতকাল শনিবার দুপুরে শহরের মোহনপুর এলাকায় এ মুখরোচক ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, সদর উপজেলার বামকান্দি গ্রামের রহমত আলীর পুত্র মোঃ হাফিজ আলী (৩০) তার ১ম স্ত্রী গোপালপুর গ্রামের ফুল মিয়ার কন্যা রাবেয়া (২৫) কে নিয়ে মোহনপুর এলাকায় বাসা ভাড়া করে টমটম চালিয়ে জীবিকা নির্বাহ করতো। বৎসর খানেক পূর্বে তার টমটমে ধুলিয়াখাল গ্রামের আনসার সদস্য খুদেজা বেগম নামে এক যাত্রী উঠে। ওই যাত্রীকে সে ধুলিয়াখাল থেকে হবিগঞ্জ আনার পথে প্রেমের সর্ম্পক গড়ে উঠে। কিছুদিন পর কোর্টের মাধ্যমে তাকে বিয়ে করে। এ খবর শুনতে পারে ১ম স্ত্রী রাবেয়া। এতে সে ক্ষিপ্ত হয়ে উঠে এবং খুদেজার নিকট যেতে বারণ করে। অপরদিকে খুদেজাও হাফিজ আলীকে রাবেয়ার নিকট যেতে বারণ করে। এমতাবস্থায় ৩ জনের মধ্যে দ্বন্দ্ব লেগেই থাকত। গতকাল হাফিজ ওই এলাকার একটি স্টলে নাস্তা করার সময় খুদেজা ও রাবেয়া এসে তাকে নিয়ে যাওয়ার জন্য টানাটানি শুরু করে। বিষয়টি চুলোচুলিতে গড়ায়। এক পর্যায়ে স্থানীয় লোকজন পুলিশে খবর দিলে সদর এস.আই ইন্দ্রনীলসহ একদল পুলিশ হাফিজকে আটক করে থানায় নিয়ে আসে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.