বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে মাটি কাটার সময় পাহাড়ি টিলা ধসে দুই শ্রমিকের প্রাণহানী হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার সকাল ৯টার দিকে উপজেলার পুটিজুরী ইউনিয়নের বৃন্দাবন চা বাগান সংলগ্ন গোলগাঁও গ্রামে। স্থানীয় সূত্র জানায়, বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের বৃন্দাবন চা বাগানের নিকটবর্তী পাহাড়ি টিলার নিচের সাদা মাটি সংগ্রহ করে স্থানীয় লোকজন বিভিন্ন সিরামিক ফ্যাক্টরীতে বিক্রি করে থাকে। উক্ত সাদা মাটি সংগ্রহণের লক্ষ্যে গতকাল সোমবার সকালে স্থানীয় গোলগাঁও গ্রামের মৃত রফিক উল্লার পুত্র দানিছ মিয়া ৮/১০ জন শ্রমিক নিযুক্ত করে। সকাল থেকে শ্রমিকরা পাহাড়ি টিলা কেটে সাদা মাটি সংগ্রহ করছিল। সকাল অনুমান ৯টার দিকে আকস্মিক একটি টিলার অংশবিশেষ ধসে পড়ে। এতে স্থানীয় গোলগাঁও গ্রামের শহীদ মিয়ার পুত্র জুয়েল মিয়া (১৫), একই গ্রামের সুন্দর মিয়ার পুত্র গনি মিয়া (৪৫) ও দানিছ মিয়ার পুত্র জুনাইদ মিয়া (২৫) মাটি চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই জুয়েলের মৃত্যু হয়। অন্যান্য শ্রমিকরা গনি মিয়া ও জুনাইদ মিয়াকে উদ্ধার করে বাহুবল হাসপাতালে প্রেরণ করে। হাসপাতালে নেয়ার পথে গুরুতর আহত গনি মিয়াও মারা যান। অপর আহত জুনাইদ মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।