নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের বিবিয়ানা গ্যাস ফিল্ডের নর্থ প্যাডে চাকুরী পূর্ণ বহালের দাবী নিয়ে চাকুরীরত অপর সহযোগীদের কর্মস্থলে যাওয়ার সময় অবরোধ করে রাখার অভিযোগে পুলিশের ধাওয়া খেয়ে হার্ট এ্যাটাকে নিহত মতিউর রহমানের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে তার ময়না তদন্ত শেষে বেলা সাড়ে ৩টার দিকে নিহতের গ্রামের বাড়ি নবীগঞ্জের কসবা পৌছলে এলাকার শত শত মানুষ ভিড় জমান। এ সময় এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারনা হয়। পরে বিকাল ৫ টার দিকে স্থানীয় আলীয়া মাদ্রাসা মাঠে নিহত মতিউর রহমানের জানাজার নামাজ অনুষ্টিত হয়। উক্ত জানাজার নামাজে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ ছালিক মিয়া, আওয়ামীলীগের সভাপতি গোলাম হোসেন, সাধারণ সম্পাদক সুজাত চৌধুরী, ইউপি মেম্বার মুজিবুল হক মজু, নঈম উদ্দিন ও ফজলুল হক মনিসহ শত শত মানুষ অংশ নেয়।