নবীগঞ্জ প্রতিনিধি ॥ আইন শৃংখলা বাহিনী কর্তৃক সারাদেশব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা-কর্মী সহ বিরোধী মতাবলম্বীদের ক্রসফায়ার, গুম, অন্যায়ভাবে গ্রেফতার করে নির্যাতন, অবৈধ সংসদ ভেঙ্গে দিয়ে নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন দাবীতে ও ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচী অনুযায়ী সারাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র ধমর্ঘটের অংশ হিসেবে নবীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ শাখায় সর্বাত্বক ছাত্র ধর্মঘট পালিত হয়েছে। গতকাল থেকে প্রতিষ্ঠানের সব ধরনের নিয়মিত ক্লাস ও পরিক্ষা স্থগিত রাখা হয়েছে। এর আগে নবীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদল মঙ্গলবার থেকে বৃহস্পতিবার ছাত্র ধর্মঘটের ডাক দেয়। এর অংশ হিসেবে সকাল ১১ ঘটিকায় নবীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ শাখায় বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। বিক্ষোভ মিছিলটি কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে অফিস ভবনের সামনে প্রতিবাদ সভায় মিলিত হয়। কলেজ ছাত্রদল নেতা মঈনুল ইসলাম এর সভাপতিত্বে ও ছাত্রদল নেতা শয়ন আহমেদ এর পরিচালনায় এতে বক্তব্য রাখেন কলেজ ছাত্রদলের আহবায়ক অলিউর রহমান অলি, ছাত্রদল নেতা সুলতান আহমেদ তারেক, বারিক মিয়া, সাইফুর রহমান রাজন, শেখ সাফিউর রহমান, শোয়েব আহমেদ, ইব্রাহিম আলী, কাউছার আলম, তোফাজ্জুল ইসলাম, রাসেদ আলী, রাশিদুল ইসলাম, জহিরুল ইসলাম, আহছানুজ্জামান মান্না, তৌহিদ চৌধুরী, শুভ আহমেদ, শাকিল আহমেদ, রুবেল আহমেদ, আকিকুর রহমান, মুাজাক্কির হোসেন, শায়েক, পিকু, জোটন, ঝিনুক, আফজল, আলমগীর, মইনুল, আল আমিন প্রমূখ।ছাত্র ধর্মঘটে অচল নবীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র ধর্মঘটের সমর্থনে
ছাত্রদলের বিক্ষোভ মিছিল