শেখ আবুল হোসেন ॥ “শঙ্কামুক্ত জীবন চাই, নিরাপদে ক্লাস করতে ও পরীক্ষা দিতে চাই, শিক্ষা ধ্বংসকারী সহিংসতা বন্ধকর” এই স্লোগানকে সামনে রেখে জাতীয় বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষে সারা দেশের ন্যায় গতকাল শনিবার সকাল সাড়ে এগারটা থেকে শুরু করে প্রায় ঘন্টা ব্যাপী নবীগঞ্জ ডিগ্রী কলেজের শিক্ষক, কর্মচারি ও ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে মানব বন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ মোঃ গোলাম হোসেন আজাদ, সহকারী অধ্যাপক মোঃ সিরাজুল ইসলাম, মোঃ সফর আলী, মমতাজ সুলতানা, প্রভাষক মোঃ রেজাউল আলম, মোঃ আরোজ আলী, মোঃ হাবিবুর রহমান, মোঃ শফিকুল হক, রূপেশ চন্দ্র দাশ, অসীম কুমার রায়, শাহ ফুয়াদ ইমাম, মোঃ শাহিন মিয়া, মোজাম্মেল আলী শিকদার, মোদাচ্ছির আলী, সুব্রত কুমার সাহা, কম্পিউটার ল্যাব পরিচালক জ্যোতিষ রঞ্জন সরকার, প্রদর্মক মোঃ দুদু মিয়া, অফিস সহকারী মোঃ সুনাম উদ্দিন, বিন্দু ভূষন বৈদ্য প্রমুখ।
Leave a Reply