নিজস্ব প্রতিনিধী ॥ বানিয়াচঙ্গে এইচ.এস.সি ও আলিম পরীক্ষা ২০১৫ শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্নের লক্ষ্যে পূর্ব প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কেন্দ্র তত্ত্বাবধায়ক কর্মকর্তা ও ইউএনও মোহাম্মদ শামছুল ইসলাম। গতকাল ১৮ মার্চ বুধবার সকাল ১১টায় অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন জনাব আলী কলেজ অধ্যক্ষ সফিউজ্জামান খান, উপাধ্যক্ষ মোঃ শামসুজ্জামান, বিএসডি মহিলা মাদ্রাসা অধ্যক্ষ মুবাশ্বির আহমেদ, সুফিয়া মতিন মহিলা কলেজ অধ্যক্ষ মোঃ ছালামত আলী খান, বানিয়াচং আইডিএল কলেজ অধ্যক্ষ মোঃ মনসুর আলম ভ্ঞূা, আলিয়া মাদ্রাসার উপধ্যক্ষ মৌলানা আতাউর রহমান, সিনিয়র প্রভাষক মোঃ জয়নাল আবেদীন, প্রভাষক মোঃ সাজিদুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ কাওছার শোকরানা, হবিগঞ্জ জেলা ইউপি চেয়ারম্যান সমিতি সভাপতি ও বানিয়াচং এডুকেশন নেটওয়ার্ক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। সভায় বানিয়াচং উপজেলা সদরে একমাত্র জনাব আলী ডিগ্রী কলেজ পরীক্ষা কেন্দ্রে ০১ এপ্রিল থেকে এইচএসসিতে ৫শত ৩৭ জন এবং আলিমে ৬২ জন পরীক্ষার্থী শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণে যথোপযুক্ত পদক্ষেপ নেওয়া হয়েছে।
Leave a Reply