বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সানশাইন প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলের ব্যবস্থাপনা পরিচালক এম. শামছুদ্দিন গতকাল সোমবার বেলা পৌণে ১টার দিকে মিরপুর থেকে মোটরসাইকেল যোগে বাহুবল সদরে আসার পথে ঢাকা-সিলেট মহাসড়কের বাগান বাড়ি নামক স্থানে দূর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। আহত অবস্থায় তাকে প্রথমে বাহুবল ও পরে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এম. শামছুদ্দিন সাংবাদিকতার পাশাপাশি মিরপুর আলিফ-সোবহান চৌধুরী ডিগ্রি কলেজের ক্রীড়া শিক্ষক এবং সাপ্তাহিক হবিগঞ্জের সকাল পত্রিকার সম্পাদক ও প্রকাশ হিসেবে দায়িত্ব পালন করছেন।
Leave a Reply