October 4, 2024, 11:36 am

বিশ্বের সেরা অস্ত্র ব্যবসায়ী দেশগুলো

সময় ডেস্ক ॥ অস্ত্র কেনাবেচা বাড়ছে, অস্ত্রের প্রয়োগ বাড়ছে, বাড়ছে যুদ্ধ-হানাহানিজনিত মৃত্যু। সবচেয়ে বড় অস্ত্র রপ্তানিকারী দেশগুলোর একটি তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক শান্তি গবেষণা ইন্সটিটিউট। সেই তালিকা অবলম্বনেই আজকের ছবিঘর। যুক্তরাষ্ট্র : যুক্তরাষ্ট্রের অস্ত্র রপ্তানি শতকরা ২৩ ভাগ বেড়েছে। তাদের রপ্তানির জন্য তৈরি করা অস্ত্রের শতকরা ৪৩ ভাগ যায় এশিয়া-ওশেনিয়া অঞ্চলে, মধ্যপ্রাচ্যে যায় ৩২ শতাংশ। বিশ্বের মোট ৯৪টি দেশ যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র কেনে যুদ্ধ বিমান, হেলিকপ্টার গানশিপ, ট্যাংক ছাড়াও বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র এবং রকেট বিক্রি করে যুক্তরাষ্ট্র। রাশিয়া : রাশিয়া থেকে অস্ত্র কেনে ৫৬টি দেশ। বিশ্ব অস্ত্র বাজারের শতকরা ২৭ ভাগ রাশিয়ার নিয়ন্ত্রণে। রাশিয়ার বেশির ভাগ অস্ত্রের ক্রেতা ভারত, চীন আর আলজেরিয়া। এই তিন দেশেই প্রায় ৬০ ভাগ অস্ত্র রপ্তানি করে রাশিয়া। রুশ অস্ত্র এবং সমর সরঞ্জামের মধ্যে যুদ্ধবিমান, ট্যাংক, নিউক্লিয়ার সাবমেরিন এবং অ্যাসল্ট রাইফেলের চাহিদাই বেশি। চীন : চীনের কাছ থেকে সবচেয়ে বেশি অস্ত্র ক্রয় করে পাকিস্তান (৪১ ভাগ), বাংলাদেশ (১৬ ভাগ) এবং মিয়ানমার (১২ ভাগ)। গত ১০ বছরে চীনের অস্ত্র রপ্তানি ১৪৩ ভাগ বেড়েছে। জার্মানি : জার্মানি যুক্তরাষ্ট্র, রাশিয়া আর চীনের অস্ত্র রপ্তানি যখন বাড়ছে, তখন জার্মানির বিপরীত অবস্থা। গত ১০ বছরে দেশটির শতকরা ৪৩ ভাগ অস্ত্র রপ্তানি কমেছে। তারপরও অন্তত ৫৫টি দেশ অস্ত্র কেনে ইউরোপের এই দেশটি থেকে। ফ্রান্স : জার্মানির মতো ফ্রান্সেরও অস্ত্র রপ্তানি কমেছে। গত ১০ বছরে শতকরা ২৭ ভাগ রপ্তানি কমেছে তাদের। ফ্রান্সের সবচেয়ে বড় ক্রেতা মরক্কো, চীন এবং সংযুক্ত আরব আমীরাত। ব্রিটেন : ব্রিটেনের অস্ত্র ব্যবসা বলতে গেলে সৌদি আরবের জন্যই টিকে আছে। মধ্যপ্রাচ্যের দেশটি ব্রিটেনের মোট ৪১ ভাগ অস্ত্র কেনে। স্পেন : বিশ্বমন্দার কারণে দেশে অর্থনীতির হাল এখন যেমনই হোক, বিশ্বের সবচেয়ে বড় অস্ত্র রপ্তানিকারক দেশগুলোর তালিকায় স্পেনও আছে। স্পেনের সবচেয়ে বড় ক্রেতা অস্ট্রেলিয়া।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.