October 4, 2024, 10:54 am

ইনাতগঞ্জ বাজারে ডায়গনষ্টিক সেন্টারে ভয়াবহ অগ্নিকান্ড মালামাল ভষ্মিভূত ॥ প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি

রাকিল হোসেন ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ বাজারে একটি ডায়গনষ্টিক সেন্টারে ভয়াবহ অগ্নিকান্ড সংঘটিত হয়েছে। উক্ত প্রতিষ্ঠানের সস্পূর্ন মালামাল ভষ্মিভূত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৫লক্ষ টাকা। সরেজমিনে জানা যায়, ইনাতগঞ্জ বাজার মসজিদ রোডে মোতাহির আলম একটি দোকান ঘর ভাড়া নিয়ে দীর্ঘ দিন যাবত লাইফ কেয়ার ডায়গনষ্টিক সেন্টারের ব্যবসা পরিচালনা করে আসছেন। গত বুধবার মোতাহির আলম প্রতি দিনের মত রাত ১০টায় দোকান ঘর তালাবদ্ধ করে বাড়ি চলে যান। গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার সময় লোকজন দেখতে পান ওই প্রতিষ্ঠান থেকে কাল ধুয়া বের হচ্ছে। তাৎক্ষণিক লোকজন ঘটনা স্থলে চলে আসলেও দোকান তালাবদ্ধ থাকায় এবং পোড়া গন্ধে লোকজনের কাছে গিয়ে ভিতরের অবস্থান অনুমান করা ছিল দুঃসাধ্য। প্রায় আধা ঘন্টায় প্রাণান্তর চেষ্টায় তালা ভেঙ্গে বালি ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসা হয়। ফলে বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় ইনাতগঞ্জ বাজার। আগুন নিয়ন্ত্রেনে নিয়ে আসলেও তার আগেই একটি ফ্রীজ, ঔষধ, ডায়গনষ্ঠিকের সকল যন্ত্রপাতি পোড়ে ছাই হয়ে যায়। ক্ষতির পরিমান প্রায় ৫লক্ষ টাকা হবে বলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী মোতাহির আলম জানান। তিনি আরো বলেন এই ব্যবসা প্রতিষ্ঠানই ছিল পরিবার নিয়ে আমার জীবিকা নির্বাহের এক মাত্র অবলস্বন। এই অগ্নিকান্ডে আমার সব শেষ হয়ে গেল।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.