,

উচাইলে দুপক্ষের সংঘর্ষে মহিলাসহ ১০ জন আহত বাড়িঘর ভাংচুর লুঠপাট

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার উচাইল গ্রামে দুইদল লোকের সংঘর্ষে মহিলাসহ ১০ জন আহত হয়েছে। গত সোমবার দিবাগত রাত ১২ টার সময় এ ঘটনাটি ঘটে। জানা যায়, সম্প্রতি ওই গ্রামের ফিরোজ মিয়া নামে এক বৃদ্ধ মারা যায়। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হলে আসামীরা গ্রাম ছেড়ে পালিয়ে যায়। গতকাল ওই সময় আসামী পরে শাহ আলম, নুর আলম, শাকিল, মামুনসহ একদল লোক বাড়িতে এসে লুঠপাট ও ভাংচুর চালায় এসময় উভয় পরে মধ্যে সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় জয়ফুল (৩৫), রুবি আক্তার (৩০) আকলিমা (৩০) নার্গিছ (৩০), অনামিকা (১৩), জহুরা (৩০), কিরণ আক্তার (২৫)কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল দুপুরে হাসপাতালে এসে হামলা করেছে বলে অভিযোগ এনে থানায় এসে আশ্রয় নেয়। এ ঘটনা নিয়ে ওই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।


     এই বিভাগের আরো খবর