নবীগঞ্জ প্রতিনিধি ॥ বাংলা নব বর্ষকে বরণ উপলক্ষ্যে গতকাল নবীগঞ্জ উপজেলার আউশকান্দি র.প উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ এর পক্ষ থেকে বৈশাখি মেলার আয়োজন করা হয়। সারাদিন ব্যাপি মেলা শেষে বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা শেষে সন্ধ্যায় অনুষ্ঠিত হয় র্যাফেল ড্র। আউশকান্দি র.প উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ এর অধ্যক্ষ লুৎফুর রহমানের সভাপতিত্বে ও সিনিয়র সাংবাদিক এম.এ আহমদ আজাদের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য ও জেলা জাতীয়পাটির সভাপতি এম.এ মুনিম চৌধুরী বাবু, বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব আলমগীর চৌধুরী। বক্তব্য রাখেন, হাজী সুহুল আমীন, হাজী বদরুল ইসলাম বকুল, হাজী শাহ মোস্তাকিম আলী প্রিন্স, হাজী আব্দুল হামিদ নিকসন, সহকারী অধ্যাপক ইকবাল বাহার তালুকদার, আমিনুর রহমান নোমান, সাবেক কৃতি ফুটবলার শাহ গোলাম মুর্শেদ, নুরুল হুসেন খান, আব্দুস সালাম, কনর মিয়া, গিয়াস উদ্দিন, ফখরুল ইসলাম নোমান, শওকত আলী, অধ্যাপিকা শাহিনা আক্তার, ফাতেমা মোতালেব, আব্দুল হাকিম প্রমূখ। আলোচনা সভা শেষে অধ্যাপিকা শাহিনা আক্তার ও ফাতেমা মোতালেব পরিচালনায় আমেরিকা প্রবাসি গীতিকার নজরুল ইসলাম ইয়াফিসের সৌজন্যে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন বিটিভির শিল্পী শংকরী রায়, রিয়াদ ও বন্যা। পরে সন্ধ্যায় আবারো সাংবাদিক এম.এ আহমদ আজাদের পরিচালনায় র্যাফেল ড্র পর্ব অনুষ্ঠিত হয়। এতে প্রায় পাঁচ হাজার লোক র্যাফেল ড্র ঠিকেট ক্রয় করেন। পরে লটারীর মাধ্যমে বিজয়ী ২০ জনের মধ্যে পুরুস্কার প্রদান করেন অথিতি বৃন্দ। প্রথম পুরুস্কার ২১ ইঞ্চি রঙ্গিন টিভি বিজয়ী হন দশম শ্রেনীর ছাত্র দেওতৈল গ্রামের আশরাফুল। মেলায় ছাত্র-ছাত্রী, অভিভাবক সহ এলাকার কয়েক হাজার লোকজন শতস্ফুর্তভাবে অংশ নেয়। জমজমাট মেলায় প্রায় ২০টি স্টল অংশ নেয়।