October 4, 2024, 12:22 pm

আজমিরীগঞ্জে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে সংঘর্ষ ॥ মহিলাসহ অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত

জুয়েল চৌধুরী ॥ আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে দু’দল লোকের সংঘর্ষে পুলিশসহ অর্ধশতাধিক আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহত সূত্রে জানা যায়, শিবপাশা গ্রামের সাবাজ মিয়ার সাথে আব্দুস সহিদের শিশুর ঝগড়াকে কেন্দ্র করে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে বাড়ি-ঘর ভাংচুর ও লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে। খবর পেয়ে শিবপাশা পুলিশ ফাঁড়ির পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। গুরুতর আহত অবস্থায় তাহের মিয়া (৬০), ইদ্রিস (২৮), কালু মিয়া (৩৫), আলেয়া (৬), হাফিজ (২৫), সোহেল (১৯), লুকমান (৫৫), সালা উদ্দিন (১৮), জুয়েল (১৮), ওয়াতির মিয়া (২৫), মোস্তাকিম (১৭), হাদিস (২০), নাজমা (৩০), জরিনা (২০), জব্বর মিয়া (৩০), পারভীন (২০), রউফ মিয়া (২৬), কদর আলী (৪৫), সাহেরা (৪০), বিথী (৩), কদর নেছা (৪৫) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে কয়েকজন কে সিলেট ওসমানি মেডিকেলে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে আজমিরীগঞ্জ থানার ওসি সৈয়দ তৈমুর বখত চৌধুরী জানান, আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ হয়েছে। জমিজমা নিয়ে তাদের মধ্যে একাধিক মামলা রয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.