স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ বিআরটিএর সড়ক নিরাপত্তা বিষয়ক গণসচেতনতা বৃদ্ধিমূলক ক্যাম্পেইন অনুষ্টিত হয়েছে। ২৮ শে এপ্রিল মঙ্গলবার বেলা ১১টায় হবিগঞ্জ বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহীনা ফেরদৌসি, বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডাক্তার ইমতিয়াজ আহমেদ, বিআরটিএর সহকারী পরিচালক হাবিবুর রহমান, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের প্রশিক্ষক সফিকুল ইসলাম, ট্রাফিক পরিদর্শক মুক্তিযোদ্ধা আনিছুর রহমান চৌধুরী। অনুষ্টানে সভাপতিত্ব করেন হবিগঞ্জ বিকেজিসি বালিকা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফাতেমা বেগম। পরিচালনা করেন বিআরটিএর সহকারি পরিচালক হাবিবুর রহমান। বক্তারা বলেন, সড়ক নিরাপত্তার উপর গণসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করে ট্রাফিক সিগন্যালসহ সড়ক পারাপারে যাবতীয় নিয়ম কানুন মেনে চলার তাগিদ প্রদান করেন। সড়ক পারাপারে সর্তকতা অবলম্বনসহ সচেতন হওয়ার জন্য শিক্ষার্থীদের পরামর্শ দেওয়া হয়। তাদের সার্বিক সহযোগিতা করে ব্র্যাক এনজিও সংস্থা। অনুস্টান শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন ৭ম শ্রেণীর ছাত্রী উম্মে হাবীবা রহমান, গীতা পাঠ করেন ষষ্ঠ শ্রেণীর ছাত্রী প্রত্যাশা দাশ পূজাঁ। উক্ত অনুষ্টানে ওই স্কুলের ৫শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলো।
Leave a Reply