সময় ডেস্ক ॥ কানে স্পর্শ করলেই খুলবে লক, চিহ্নিত হবে আসল মালিক! ব্যাপারটা অদ্ভুতই। কিš সম্প্রতি অদ্ভুত এই কাজটিই করতে শুরু করেছ বিশ্বের প্রসিদ্ধ কম্পানি ইয়াহু। তারা এমন একটি ফোন তৈরি করছেন যেটি কানে স্পর্শ করলেই লক খুলবে। হাতের স্পর্শেই চিহ্নিত হবে মালিক। ফোনের লক খুলতে হাতের আঙ্গুলই ব্যবহার করে আসছে মানুষ। কিন্তু এর ব্যতিক্রম তৈরি করতেই উদ্যোগটি নেয়া হয় বলে জানিয়েছে ইয়াহু কর্মকর্তারা। এছাড়া আঙ্গুল স্পর্শ করে মালিক নির্ধারণ বিষয়টি ইতোপূর্বে স্মার্টফোনে ছিল না। এটিও এক অভিনব সংযোজন বলে জানিয়েছে ইয়াহু। ইয়াহুর ওয়েব সাইটে প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, আঙ্গুলে ব্যক্তি চিহ্নিত করার স্ক্রিনটির ব্যবহার শুধুমাত্র স্মার্ট ফোনেই সম্ভব। বিষয়টা ব্যায়বহুল ও কষ্টসাধ্যও। আর এর জন্য প্রয়োজন হয় হাই রেজুলেশনের ক্যামারা। আর ইয়াহু যে স্ক্রিনটি তৈরি করছে এটি সহজলভ্য এবং এর জন্য হাই রেজুলেশনের ক্যমারার প্রয়োজন নেই। ফোন চুরি হওয়া, অন্য ব্যক্তির লক খুলে ফেলা এসব নিয়ে ঝামেলাতেই থাকেন অনেকে। ইয়াহুর এই ফোনটি এমন সব যন্ত্রণা থেকে মোবাইল ব্যবহারকারীদের মুক্তি দেবে বলেই ভাবা হচ্ছে। ফোনটি খুব শিগগির বাজারে আসবে বলে জানিয়েছে ইয়াহুর টিম।
Leave a Reply