October 4, 2024, 11:33 am

রবীন্দ্র জন্মজয়ন্তীতে প্রগতি লেখক সংঘ’র আলোচনা ও কবিতা পাঠ

প্রেস বিজ্ঞপ্তি ॥ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৪তম জন্মজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ প্রগতি লেখক সংঘ হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় হবিগঞ্জ শহরের বি জামান খান সড়কস্থ ‘রোজভ্যালী’তে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রগতি লেখক সংঘ জেলা শাখার আহবায়ক রুমা মোদক। এতে আলোচনায় অংশ নেন জাতীয় কবিতা পরিষদ জেলা শাখার সভাপতি কবি ও প্রাবন্ধিক এমএ রব, প্রাবন্ধিক-গবেষক শেখ ফজলে এলাহী, সাহিত্য ও সংস্কৃতিকর্মী আছমা খানম হ্যাপী, অপু চৌধুরী, কবিতা পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আবীর, প্রগতি লেখক সংঘ জেলা শাখার সদস্য সচিব তানসেন আমীন প্রমুখ। কবিতা আবৃত্তি করেন সংস্কৃতিকর্মী পার্থ সারথি রায়, রাজা স্মরণ ভট্টাচার্য্য, সামরিনা নওশিন দিনা প্রমুখ। রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করে ছোট্টবন্ধু পারমিনা আরশাদ শৈলী। সভা পরিচালনা করেন সাহিত্য ও সংবাদকর্মী সিদ্দিকী হারুন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.