স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বিভিন্ন স্পটে মাদক ব্যবসা জমজমাট হয়ে উঠেছে, সংবাদটি দৈনিক প্রতিদিনের বাণীসহ বিভিন্ন পত্রিকায় প্রকাশ হলে সদর থানা পুলিশ বিভিন্ন স্পটের তালিকা তৈরি করেছে। অচিরেই এই সব মাদক আস্তানায় পুলিশের অভিযান চলবে। জানা যায়, হবিগঞ্জ শহরের বিভিন্নস্পটে মাদক ব্যবসা ও অসামাজিক কার্যকলাপ জমজমাট হয়ে উঠেছে। আর এসব ব্যবসায় উঠতি বয়সী যুবক ও যুবতীরা যোগ দিচ্ছে। ফরে যুব সমাজ ধংসের দিকে যাচ্ছে। এ নিয়ে ধারাবাহিকভাবে স্থানীয় পত্রিকাগুলোতে সংবাদ প্রকাশ হলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এদের দমন করতে সাড়াশি অভিযানের সিদ্ধান্ত নেয়া হয়েছে। আর এসব তালিকায় উল্লেখিতভাবে রয়েছে আলম বাজার, কামড়াপুর, শ্মশানঘাট, বহুলা বাইপাস, মাছুলিয়াসহ আরো বেশকটি মাদক স্পট। আর এসব স্পটে সন্ধ্যার পর থেকেই উঠতি বয়সী যুবক-যুবতীরা যৌন উত্তেজক ইয়াবা, ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল ও বিভিন্ন বিদেশী মদ সেবন করছে। পাশাপাশি অসামাজিক কাজও চালিয়ে যাচ্ছে। ফলে ওই সব এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। এব্যপারে সদর থানার ওসি মোঃ নাজিম উদ্দিন জানান, তালিকা তৈরি করা হয়েছে। সেই মতে অভিযান চালানো হবে।