নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বারবার নির্বাচিত ইউপি সদস্য ও আউশকান্দি হীরাগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মর্মান্তিক সড়ক র্দূঘটনায় সদ্য প্রয়াত হাজী বদরুল ইসলাম বকুলের স্মরণে আউশকান্দি হীরাগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বিকালে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মুরশেদ আহমেদের সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ আব্দুর নুরের পরিচালনায়। সভার শুরুতেই কোরআন তেলাওয়াত করেন, বাজার ব্যবসায়ী সমিতির সদস্য অলিউর রহমান চৌধুরী, এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, (হবিগঞ্জ-১) নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য ও জেলা জাতীয়পার্টির সভাপতি এম.এ মুনিম চৌধুরী বাবু। তিনি তার বক্তব্যে বলেন, তরুণ সমাজ সেবক হাজী বদরুল ইসলাম বকুলের মর্মান্তিক মৃত্যুতে এলাকাবাসী এক তরুণ সমাজ সেবককে হারালো, যা কখনো পূরণ হওয়ার নয়। বদরুল ইসলাম বকুল ছিলেন, এলাকার সর্ব মহলের প্রিয় মূখ অত্যান্ত আপনজন। ধনী-গরীব সহ সমাজের সর্বজনের সুখে- দুঃখে কাছে থেকে কাজ করে যাওয়া, তার কর্মে সে অমর হয়ে থাকবে। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোক সভায় এক মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয়। উক্ত শোক সভায় বক্তব্য রাখেন, ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, বিশিষ্ট সমাজ সেবক আব্দুল হামিদ নিকছন, সাবেক প্রচার সম্পাদক আব্দুল মুকিত, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রাহেনা বেগম, মরহুমের বড় ভাই প্রবাসী নজরুল ইসলাম, ব্যবসায়ী সমিতির দপ্তর সম্পাদক পার্থ সারতি পাল, সাংবাদিক এম. মুজিবুর রহমান, শ্রমিক নেতা দিলশাদ মিয়া, শেখ কায়ছার হামিদ। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কালাম সাগর, ডাঃ নুরুল ইসলাম, বিশিষ্ট ব্যবাসায়ী দুদু মিয়া চৌধুরী, রুহেল আহমদ, সাংবাদিক বুলবুল আহমদ, এমরান আহমদ, ফখরুল ইসলাম জুয়েল, আব্দুল আহাদ, কাচন মিয়া, বাজার ব্যবসায়ী সমিতির সদস্য রহমত আলী, সাবেক দপ্তর সম্পাদক সাহেব আলী, সিরাজুল ইসলাম, তুহিন আহমদ প্রমূখ। অপরদিকে আজ শুক্রবার বাদ জুম্মা মরহুমের স্মরণে আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সাবেক ছাত্র/ছাত্রী পরিষদের উদ্যোগে এক শোক সভার আয়োজন করা হয়েছে। এতে সাবেক ছাত্র/ছাত্রী সহ সকলের উপস্থিতি কামনা করছেন আয়োজক বৃন্দ।