মোড়াকরি প্রতিনিধি ॥ “পুলিশই জনতা, জনতাই পুলিশ” এ শ্লোগানের অলোকে মোড়াকরিতে অনুষ্ঠিত হলো কমিউনিটি পুলিশিংয়ের সভা। গতকাল বিকাল ৪ ঘটিকার সময় লাখাই উপজেলার মোড়াকরি বাজারে দেশের আইন শৃংখলা স্বাভাবিক রাখতে কমিউনিটি পুলিশিংয়ের এক সভা অনুষ্ঠিত হয়। লাখাই থানার এস.আই মারুফ আহাম্মেদের উপস্থাপনায় প্যানেল চেয়ারম্যান মুজিবুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক। তিনি তার বক্তব্যে বলেন মাদক, জুয়া, চোর, ডাকাতসহ অপরাধীদের সাথে কোন অপোষ নাই। অপরাধী যেই হোক তাদেরকে আইনের আওতায় আনতে হবে। এজন্য তিনি সকলের সহযোগীতা কামনা করেন। সভায় অন্যানদের মাঝে বক্তব্য রাখেন ইউপি সদস্য বাহাদুর উদ্দিন, খসরু মিয়া, আঃ মজিদ, উদু মিয়া, তাউছ মিয়া, হিমাংশু রঞ্জন দেব, মোড়াকরি ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোজাহিদ মিয়া ও মোড়াকরি ইউনিয়ন যুবলীগের সভাপতি বশির আহমেদ। সভায় বক্তাগন জানান যে, বর্তমানে মোড়াকরি ইউনিয়নের আইন শৃংখলা ভাল। এখানে কোন প্রকার অপ্রিতীকর ঘটনা ঘটেনি। তবে ভ্যবিষ্যতে যাতে কোন প্রকারের খারাপ ঘটনা না ঘটে সেদিকে সতর্ক থাকার পরামর্শ দেন। সাথে সাথে পুলিশ ও জনগনের মধ্যে যে দূরত্ব তা কমিয়ে এনে সমাজ থেকে দুর্নীতি দুর করতে যা যা প্রয়োজন তা করার জন্য সভায় সকলকে আহব্বান জানানো হয়।