স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস পত্রিকার সম্পাদক মোঃ ফজলুর রহমানের পিতা আলহাজ্ব মোঃ নুর আলী ওরপে আলতাব হোসেন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…. ……..রাজিউন)। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যে সোয়া ৭টায় হবিগঞ্জ শহরের পিটিআই রোড এলাকায় নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। হাজী মোঃ আলতাব হোসেনের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে হিতাকাংখী ও শুভানুধ্যায়ীরা মরদেহ এক নজর দেখার জন্য বাসায় ছুটে যান। আজ শুক্রবার সকাল ১১টায় রিচি গ্রামে প্রথম জানাজা এবং দুপুর ২টায় শহরের বগলাবাজার রেলওয়ে জামে মসজিদে ২য় জানাজা শেষে মুড়ারবন্দ মাজারে দাফন করা হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে এবং ২ মেয়ে, নাতি, নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। এদিকে আলহাজ্ব আলতাব আলীর মৃত্যুতে এক্সপ্রেস পরিবার গভীরভাবে শোকাহত। এক্সপ্রেস পরিবারের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়। এদিকে আলহাজ্ব আলতাব আলীর মৃত্যুর খবর পেয়ে তাৎক্ষনিক তার বাসভবনে ছুটে যান হবিগঞ্জ জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির এমপি, সংরক্ষিত আসনের মহিলা এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, বিশিষ্ট মুরুব্বি ও হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব রইছ মিয়া, সাধারণ সম্পাদক ফজলুর রহমান লেবু, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান এডঃ আলহাজ্ব মোঃ আলমগীর চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি শোয়েব চৌধুরী, সাধারণ সম্পাদক চৌধুরী মোঃ ফরিয়াদ, হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এড. মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ আমির হোসেন, নোমান চৌধুরী, আলহাজ্ব শামীম আহসান, গোলাম মোস্তফা রফিক, সাবেক সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, মোহাম্মদ নাহিজ, সাবেক সাধারণ সম্পাদক নির্মল ভট্টাচার্য্য রিংকু, আয়না পত্রিকার সম্পাদক রাশেদ আহমদ খান। হবিগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডঃ মোঃ এনামুল হক সেলিম, হবিগঞ্জ চেম্বার প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম, হবিগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিম, হবিগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী মমিন, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম, দেওয়ান মিয়া, অধ্যাপক এনামুল হক, বিশিষ্ট আইনজীবি আব্দুল মতিন খান, বিশিষ্ট ব্যাংকার মোঃ তাজুল ইসলাম, হবিগঞ্জ এক্সপ্রেস পত্রিকার সম্পাদক মন্ডলীর উপদেষ্টা জগদীশ চন্দ্র মোদক, ডাঃ জমির আলী, বিশিষ্ট মুরুব্বি আলহাজ্ব উসমান গণি, আলহাজ্ব ফরিদ মিয়া, হবিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল বারী লস্কর, প্রথম আলোর প্রতিনিধি হাফিজুর রহমান লিয়ন, এটিএন বাংলা প্রতিনিধি আব্দুল হালিম, সময় টিভির মিলন রশিদ, আরটিভির সায়েদুজ্জামান জাহির, দৈনিক জনকণ্ঠর প্রতিনিধি রফিকুল হাসান চৌধুরী তুহিন, বৈশাখী টিভির রাসেল চৌধুরী, ইন্ডিপেন্ডেন্ট টিভির আবু সালেহ মোঃ নুরুজ্জামান চৌধুরী, মাছ রাঙা টিভির চৌধুরী মাসুদ আলী ফরহাদ, ৭১ টিভির শাকিল চৌধুরী, দিগন্ত পত্রিকার এম.এ মজিদ, ইসলামিক টিভির শরীফ চৌধুরী, সাংবাদিক আব্দুল হাই, ভোরের কাগজ প্রতিনিধি শফিকুল আলম চৌধুরী, আজকের হবিগঞ্জ পত্রিকার বার্তা বিভাগ ইনজার্চ আশরাফুল ইসলাম কোহিনুর, মোহনা টিভির মোঃ ছানু মিয়া, এস এ টিভির আব্দুর রউফ সেলিম, জিটিভির মোঃ নূর উদ্দিন, শায়েস্তানগর গ্রাম পঞ্চায়ত সর্দার মোঃ লাল মিয়া, লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট এডঃ বজলুর রহমান, তাতী দলের আহ্বায়ক কামরুল হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এডঃ সাজ্জাদ, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম বাবুলসহ হবিগঞ্জ শহরের বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Leave a Reply