,

যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন এম.এ মুনিম চৌধুরী বাবু এমপি ॥

স্টাফ রিপোর্টার ॥ যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য, জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ জেলা কমিটির সভাপতি এম.এ মুনিম চৌধুরী বাবু। গতকাল রবিবার সকাল ৯ টায় ইএ০০৬ এর একটি ফ্লাইটে যুক্তরাজ্য থেকে সিলেট এম.এ.জি ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌছান। যুক্তরাজ্য অবস্থান কালে যারা তাঁকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের প্রতি তিনি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এবং সময় সল্পতার কারণে তিনি সকলের সাথে যোগাযোগ করতে না পারায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন। উল্লেখ্য, এমএ. মুনিম চৌধুরী বাবু এমপি ব্যক্তিগত সফরে গত ১৭ মে রবিবার সকাল সাড়ে ৭ টায় যুক্তরাজ্যের উদ্দেশ্যে যাত্রা করেন।


     এই বিভাগের আরো খবর