,

জাপার সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ফিরোজ রশীদের বক্তব্যে ক্ষুব্ধ এরশাদ

সময় ডেস্ক : জাতীয় পার্টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ এমপি যখন মঙ্গলবার জাতীয় সংসদে বক্তব্য দিচ্ছিলেন তখন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ ভীষণ ক্ষুব্ধ হলেও নীবর ছিলেন বলে জানা যায়। ফিরোজ রশীদের বক্তব্যের ব্যাপারে বুধবার এরশাদের সঙ্গে মুঠো ফোনে যোগাযোগ করা হলে এ ব্যাপারে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান তিনি। একদিকে দলের চেয়ারম্যান ও অন্যদিকে মন্ত্রীর পদ মর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ দূত দ্বৈত অবস্থান ফিরোজ রশীদের এমন বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, আমি এ বিষয়ে এখন কোনো মন্তব্য করবো না। কাজী ফিরোজ রশীদ এমপি বাজেট অধিবেশনে স্পিকারকে উদ্দেশ্য করে হঠাৎ কেন এরশাদকে ঘিরে বক্তব্য দিয়েছেন জিজ্ঞাস করলে বলেন, আমি দলকে শক্তিশালী করতে ও বাঁচাতে যা বলার জাতীয় সংসদে বলেছি। আমি ব্যক্তি স্বার্থে এসব কথা বলিনি। দলের চেয়ারম্যান এরশাদের বিরুদ্ধে ফিরোজ রশীদের বক্তব্যের ব্যাপারে জানতে চাইলে দ্বিমত পোষণ করে এরশাদের প্রেস এ- পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায় বলেন, স্যারের (এরশাদ) বিরুদ্ধে যা বলার বলুক। স্যার আর যিনি স্যারের ব্যাপারে বলেছেন তিনি কি এক? স্যারের সঙ্গে কি উনার তুলনা হয়। উল্লেখ্য, হুসেইন মুহম্মদ এরশাদের রাজনৈতিক অবস্থান নিয়ে হতাশা ব্যক্ত করে মঙ্গলবার জাতীয় সংসদে কাজী ফিরোজ রশীদ বলেন, একদিকে দলের চেয়ারম্যান ও অন্যদিকে মন্ত্রীর পদ মর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদ। এই অবস্থান থেকে রেহাই চাই। মঙ্গলবার সংসদে বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। কাজী ফিরোজ রশীদ স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে উদ্দেশ্য করে বলেন, মাননীয় স্পিকার আমরা কি সত্যিকারের বিরোধীদল? মানুষ বলে তোমরা কেমন বিরোধীদল। আমি আপনার কাছে এ প্রশ্নের জবাব চাই। কী করলে আমরা সত্যিকারের বিরোধীদল হবো। আমরা এ পরিস্থিতি থেকে বের হতে চাই। জাতীয় পার্টিকে রক্ষা করতে চাই। তার এ বক্তব্যের সময় জাপার শীর্ষ নেতা এবিএম রুহুল আমিন হাওলাদার এমপিও সংসদে উপস্থিত ছিলেন।


     এই বিভাগের আরো খবর