,

নবীগঞ্জের দুই সন্তানসহ মায়ের লাশ উদ্ধারের ঘটনায় ৩ বছর পর সন্দেহভাজন শিহাব গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জের বহুল আলোচিত দুই সন্তানসহ মায়ের লাশ উদ্ধারের ঘটনার মামলায় সন্দেহভাজন হিসেবে শিহাব আলম নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত শাখার (সিআইডি) সদস্যরা। গত ২ এপ্রিল রাতে সিআইডির পরিদর্শক মোঃ জসিম উদ্দিনের নেতৃত্বে একদল সদস্য তাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেন। তথ্য সুত্রে প্রকাশ, ২০১৫ সালের ২২ মার্চ রাতে নবীগঞ্জ উপজেলার ২নং পূর্ব বড় ভাকৈর ইউপির বড় ভাকৈর গ্রামের ফরিদ মিয়ার দুই সন্তান পুকুরে ও স্ত্রী রোমেনা বেগমের লাশ পুকুর পাড়ের একটি গাছে ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে সকালে নবীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে ২ সন্তান ও গাছে ঝুলন্ত অবস্থায় রোমেনার লাশ উদ্বার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করেন। ওই দিনই রোমেনার চাচা আশুক মিয়া বাদী হয়ে নবীগঞ্জ থানায় স্বামী ফরিদ মিয়াসহ ৬ জনকে আসামী করে মামলা দায়ের করেন। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে রোমেনার স্বামী ফরিদ মিয়াকে পুলিশ গ্রেফতার করে পৃুলিশ। মামলাটি বিজ্ঞ আদালত অধিকতর তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত শাখার (সিআইডি) কাছে হস্তান্তর করেন। ২ এপ্রিল এই ঘটনায় সন্দেহভাজন হিসেবে বড় ভাকৈর গ্রামের মৃত আব্দুল হাইর ছেলে শিহাব আলম চৌধুরী (৪০) কে চলতি বছরের তার বাড়ি থেকে সিআইডির পরিদর্শক মোঃ জসিম উদ্দীন গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেন। মর্মান্তিক এই ঘটনার সকল রহস্য উদঘাটন করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবী এলাকাবাসীর।


     এই বিভাগের আরো খবর