হবিগঞ্জের মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়নের রামপুর এলাকায় দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. ফিরোজ মিয়া (৪৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন। শনিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফিরোজ মিয়া ওই গ্রামের মৃত মহি উদ্দীনের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, সংঘর্ষের পর ফিরোজ মিয়া অটোরিকশার নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় জনপ্রতিনিধি মতিন জানান, নিহত ব্যক্তির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Designed by: Sylhet Host BD