1. admin@wordpress.com : Adminroot :
  2. dailyhabiganj_shomoy@yahoo.com : Habiganj Shomoy : Habiganj Shomoy
  3. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
October 8, 2025, 8:11 pm

নবীগঞ্জে কৃষক ছাব্বির হত্যায় ৬১ জনের বিরুদ্ধে মামলা :: একজন গ্রেফতার

স্টাফ রিপোর্টার
  • Updated সোমবার, সেপ্টেম্বর ৮, ২০২৫
  • 110

নবীগঞ্জ উপজেলার বিবিয়ানা গ্যাস ফিল্ড এলাকায় টমটম ও সিএনজি ভাড়া নিয়ে সংঘর্ষে নিহত কৃষক ছাব্বির মিয়ার হত্যাকাণ্ডের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। একই সঙ্গে পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত এক আসামীকে গ্রেফতার করেছে।
গতকাল রোববার রাতে নিহতের বড় ভাই আবুল হোসেন বাদী হয়ে নবীগঞ্জ থানায় ৬১ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন। অজ্ঞাত আসামী ১৫০/২০০ জন।
মামলার পর রাত সাড়ে ৯টার দিকে নবীগঞ্জ থানার ওসি শেখ কামরুজ্জামানের নির্দেশে ইনাতগঞ্জ ফাঁড়ির ইনচার্জ আমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে করিমপুর এলাকায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত ৫ নম্বর আসামী কাকুরা গ্রামের লেবু মিয়ার ছেলে জোবায়ের মিয়া (৩৯) কে গ্রেফতার করেন।
ইনাতগঞ্জ ফাঁড়ির ইনচার্জ আমিনুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান,অন্য আসামী গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে টমটম ভাড়া নিয়ে কথা কাটাকাটির জেরে দীঘলবাক ইউনিয়নের জামারগাঁও-রাধাপুর গ্রামের ব্যবসায়ী আফজল মিয়া ও ইনাতগঞ্জ ইউনিয়নের কাকুরা-করিমপুর গ্রামের টমটম ও সিএনজি চালকদের মধ্যে সংঘর্ষ হয়। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে দেশীয় অস্ত্রশস্ত্র ব্যবহার করা হয় এবং অন্তত ৫০ জন আহত হন। গুরুতর আহতদের মধ্যে ২০ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সংঘর্ষ চলাকালে ঘটনাস্থলেই নিহত হন কৃষক ছাব্বির মিয়া।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira
Copy Protected by Chetan's WP-Copyprotect.

Designed by: Sylhet Host BD