স্টাফ রিপোর্টার ॥ প্রতারণা ও জালিয়াতি মামলায় কালেক্টর ভবনের অফিস সহকারির বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছেন আদালত। আদালত সূত্রে জানা যায়, দক্ষিণ শ্যামলী এলাকার বাসিন্দা আইবুর রহমানের পুত্র হবিগঞ্জ কালেক্টর ভবনের অফিস সহকারি আলমগীর ফারুকী (৪০) সম্প্রতি শহরের চৌধুরীবাজার এলাকার ব্যবসায়ী আব্দুর রহিমের নিকট থেকে ভূয়া চেক দিয়ে ৩ লাখ টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয়। রহিম ব্যাংকে গিয়ে আলমগীরের একাউন্টে টাকা নেই। পরে আলমগীর আত্মগোপন করে। এব্যপারে আব্দুর রহিম বাদি হয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রোকেয়া আক্তারের আদালতে মামলা করেন। মামলায় গতকাল তার বিরুদ্ধে আদালত গ্রেফতারী পরোয়ানা ইস্যু করেন। আলমগীর গ্রেফতার এড়াতে আত্মগোপন করেছেন বলে জানা গেছে।
Leave a Reply