,

শায়েস্তাগঞ্জে ছিনতাইকৃত সিএনজি উদ্ধারছিনতাইকারী দলের এক সদস্য গ্রেফতার

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ থেকে ছিনতাইকৃত সিএনজি অটোরিকশা বি-বাড়িয়ায় থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় ছিনতাইকারী দলের এক সদস্যকে গ্রেফতার করা হয়। জানা যায়, ২০ডিসেম্বর মাধবপুর যাওয়ার কথা বলে কয়েক জন লোক একটি সিএনজি অটোরিকশা (হবিগঞ্জ-থ-১১-৪৪৬৮) ভাড়া নেয় শায়েস্তাগঞ্জ থেকে। প্রতিমধ্যে সিএনজি অটোরিকশা চালককে মারপিট করে হাত পা বেধে ফেলে রেখে সিএনজি অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালায়। অবশেষে সোমবার ভোররাত্রে গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিনুল হকের নেতৃত্বে বিবাড়িয়া জেলার কাটিহাতা পুলিশ ফাড়ীর সহযোগিতায় অভিযান চালিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের বি-বাড়িয়া জেলার বিশ্বরোড এলাকা থেকে ছিনতাইকৃত সিএনজি অটোরিকশাটি উদ্ধার করে। এসময় ছিনতাইকারী দলের সদস্য জাকির হোসেন (৩৬) কে গ্রেফতার করে। সে বি-বাড়িয়া জেলার সুহিলপুর উত্তর গ্রামের মৃত শুকুর আলীর ছেলে। উক্ত সিএনজির মালিক শায়েস্তাগঞ্জ থানার নুরপুর ইউনিয়নের সুরাবই গ্রামের জিতু মিয়ার পুত্র রুবেল মিয়া।


     এই বিভাগের আরো খবর