,

চোর ধরবে আইফোন
সময় ডেস্ক ॥ একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন বিপদসংকেত চোরের জন্য অনেক বেশি প্রতিবন্ধকতা তৈরি করে। এর ফলে চুরির উদ্দেশে গিয়ে ব্যর্থ হয়ে ফেরত যায় অনেক চোর। তবে যদি ওই চোর অনেক বেশি সাহসী হয় এবং চুরিতে সফল হয় তবে তাকে ধরাটা কষ্টকর। মাঝে মাঝে চোর ধরতে অনেক সময় ব্যয় করতে হয় পুলিশকে। কখনও কখনও চোর ধরাও পড়ে না। তবে এবার চুরি করার পরও সহজেই চোর ধরার এক প্রযুক্তির কথা জানালেন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের পুলিশ। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, চোর ধরতে পুলিশকে সাহায্য করবে পরিত্যক্ত মোবাইল ফোন যাতে থাকবে বিশেষ ধরনের একটি অ্যাপ। এই অ্যাপের সাহায্যে পরিত্যক্ত মোবাইল ফোনকে ক্লোজ সার্কিট টেলিভিশন (সিসিটিভি) ক্যামেরায় রূপান্তর করা হবে। এর সঙ্গে সংযুক্ত অপর একটি মোবাইল ফোন থাকবে ঘরের মালিকের কাছে। ঘরে থাকা পরিত্যক্ত মোবাইলে থাকবে ডিআইওয়াই অ্যাপ এর সাহায্যে মোবাইলটি পরিণত হবে সিসিটিভি ক্যামেরায়। এই প্রযুক্তির মাধ্যমে ঘরের ভেতর সন্দেহজনক কিছু সনাক্ত হলে সে খবর পৌঁছে যাবে মালিকের মোবাইলে। ভিডিওসহ নোটিফিকেশন পাঠাবে ডিআইওয়াই অ্যাপযুক্ত মোবাইলটি। তবে ২টি মোবাইলই হতে হবে আইফোন। সম্প্রতি এই প্রযুক্তি ব্যবহারে সফলতা এসেছে বলেও দাবি করেছে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের পুলিশ। এই সফটওয়্যারের মার্কেটিংয়ের উদ্দেশে শুধু ১টি মোবাইলে ব্যবহারের জন্য ফ্রি দেওয়া হচ্ছে অ্যাপটি।


     এই বিভাগের আরো খবর