সময় ডেস্ক ॥ এখনো রণবির-ক্যাটরিনা জুটি বিয়ের ঘোষণা না দিলেও ভারতের আইন অনুসারে তারা বিবাহিত! ভারতের সুপ্রীম কোর্টের নতুন রুল জারি মোতাবেক, অবিবাহিত নারী ও পুরুষ একসঙ্গে বসবাস করলে তাদের বিবাহিত দম্পতি হিসেবে ধরে নেওয়া হবে। এমনকি সঙ্গীর মৃত্যুর পর নারী সম্পত্তির উত্তরাধিকারী হবে। ভারতের জনপ্রিয় অভিনেতা ও অভিনেত্রী রনবির কাপুর ও ক্যাটরিনা কাইফকে নিয়ে গুঞ্জন রটেছে তারা বহুদিন যাবত একসঙ্গে বসবাস করছেন। ভারতের প্রভাবশালী বিনোদন পোর্টাল বলিউড লাইফের ভাষ্যমতে, ভারতের এই নতুন আইন অনুসারে রণবীর-ক্যাটরিনা স্বামী-স্ত্রী! তাদের প্রণয় শুরু হয় ২০১০ সালে ‘আজাব প্রেম কি গাজাব কাহিনী’ সিনেমার শুটিং চলাকালীন সময় থেকে। এরপর থেকে একসঙ্গে তাদের বিভিন্ন স্থানে দেখা যায়। সম্প্রতি হোয়াটস অ্যাপ অ্যাপ্লিকেশনে ‘দ্য কাপুর’স নামে একটি গ্র“পে ক্যাটরিনার নাম স্থান পেয়েছে। এ বিষয়ে ক্যাটরিনা বিরক্তি প্রকাশ করলেও রণবির কাপুর মুখ খুলেননি।