সময় ডেস্ক ॥ পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথমটি ড্র করেছে বাংলাদেশ। ঢাকা টেস্ট শুরু হতে আর কয়েক ঘণ্টা বাকি। মঙ্গলবার মিরপুরের হোম অব ক্রিকেটে ঘামঝরানো অনুশীলন করেছে টিম বাংলাদেশ। তামিম ফর্মের তুঙ্গে আর মিরপুরের হোম অব ক্রিকেটে ধারাবাহিকতার প্রতীক সুপার সাকিব। তাই অধিনায়ক মুশফিকের কণ্ঠে আত্মবিশ্বাসের ছটা। তিনি জানালেন, সিরিজের দ্বিতীয় টেস্ট জয়ের লক্ষ্যে মাঠে নামবে বাংলাদেশ। মঙ্গলবার সকালে এক সংবাদ সম্মেলনে তিনি এমন লক্ষ্যের কথা জানান। মুশফিকুর রহিম বলেন, ‘সিরিজ জয়ের জন্য দলের সবাই অনেক কষ্ট করছে এবং আমরা জয়ের ব্যাপারে আশাবাদী। আত্মবিশ্বাসের সঙ্গেই টেস্ট শুরু করবো। লক্ষ্য একটাই, তা হলো জয়। আঙুলে চোট, ঢাকা টেস্টে উইকেটের পেছনে থাকবেন কি না তা নিয়ে আছে অনিশ্চয়তা, তবে শেষ অনুশীলনেও কিপিং নিয়ে মনোযোগী ছিলেন মুশফিক। প্রত্যয় দলের জন্য শতভাগ ঢেলে দেয়ার। প্রসঙ্গত, বুধবার সকাল ১০টায় মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে।